ব্যবহারকারীরা এখন থেকে কমেন্ট স্ট্রীমে Giphy GIFs ... more
ব্যবহারকারীরা এখন থেকে কমেন্ট স্ট্রীমে Giphy GIFs সার্চ ও শেয়ার করতে পারবেন। Instagram পোস্টে এতদিন শুধুমাত্র লিখে বা ইমোজিতেই কমেন্ট করা যেত।
1/5Instagram-এ শুরু হল নয়া ফিচার। এবার থেকে ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনেও GIF দেওয়া যাবে। ঠিক যেমন ফেসবুকে। ফাইল ছবি: রয়টার্স (AFP)
2/5ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, ইনস্টাগ্রাম কমেন্টে GIF পোস্ট করতে পারবেন। এনগ্যাজেট সূত্রে মিলেছে এই রিপোর্ট। ফাইল ছবি: এএফপি (AFP)
3/5Meta সিইও মার্ক জুকারবার্গের সঙ্গে এক ভিডিয়ো আলোচনায় অ্যাডাম জানিয়েছেন, অনেকদিন ধরেই এই ফিচারের জন্য দাবি ছিল। ফাইল ছবি: ব্লুমবার্গ (AFP)
4/5ব্যবহারকারীরা এখন থেকে কমেন্ট স্ট্রীমে Giphy GIFs সার্চ ও শেয়ার করতে পারবেন। Instagram পোস্টে এতদিন শুধুমাত্র লিখে বা ইমোজিতেই কমেন্ট করা যেত। ফাইল ছবি: এএফপি (AFP)
5/5কীভাবে পাবেন? Instagram অ্যাপের লেটেস্ট ভার্সান ডাউনলোড করলে তবেই এই নয়া ফিচার পাবেন। ফাইল ছবি: এপি (AFP)