টোকেনাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে মার্চেন্টদের সঙ্গে ... more
টোকেনাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে মার্চেন্টদের সঙ্গে কার্ডের সমস্ত বিশদ বিবরণ শেয়ার না করেই কার্ডের লেনদেন করা যায়। এর ফলে কোনও ডেটাবেসে প্রচুর পরিমাণে কার্ড সংরক্ষণের প্রথাটি আস্তে আস্তে কমে যাবে বলে মনে করা হচ্ছে।
1/6ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ডধারীদের জন্য CVV(কার্ড ভেরিফিকেশন ভ্যালু) ছাড়াই টাকা পেমেন্টের সুবিধা চালু করল RuPay। যে প্রিপেইড কার্ডধারীরা ইতিমধ্যেই মার্চেন্টের অ্যাপ বা ওয়েবপেজে কার্ড টোকেনাইজ করেছেন, তাঁরা এই সুবিধা পাবেন। সোমবার ন্যাশানাল পেমেন্ট কর্পোরেশন এক বিবৃতিতে এই বিষয়ে জানিয়েছে। ফাইল ছবি: পিক্সাবে (Pixabay)
2/6টোকেনাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে মার্চেন্টদের সঙ্গে কার্ডের সমস্ত বিশদ বিবরণ শেয়ার না করেই কার্ডের লেনদেন করা যায়। এর ফলে কোনও ডেটাবেসে প্রচুর পরিমাণে কার্ড সংরক্ষণের প্রথাটি আস্তে আস্তে কমে যাবে বলে মনে করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Pixabay)
3/6ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ২০০৮ সালে ভারতে খুচরা পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেম পরিচালনার উদ্দেশ্যে একটি একত্রিত, মূল সংস্থা হিসাবে রেজিস্টার্ড হয়। ফাইল ছবি: এএনআই (Pixabay)
4/6এই নয়া CVV-ফ্রি প্রক্রিয়ার কারণে কার্ড মালিকদের আর CVV মনে রাখতে হবে না। তবে শর্ত একটাই, এর আগে থেকেই তাঁদের মার্চেন্টের পেজে এই কার্ড টোকেনাইজ করা থাকতে হবে। ফাইল ছবি: পিক্সাবে (Pixabay)
5/6শুধু OTP দিলেই হবে। লেনদেনের সময় OTP স্বয়ংক্রিয়ভাবেই প্রদান করার অপশন থাকবে। টাকা পেমেন্ট হয়ে যাবে। ফাইল ছবি : ইনস্টাগ্রাম (Pixabay)
6/6রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI) অনলাইন, পয়েন্ট-অফ-সেল, এবং অ্যাপের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত ক্রেডিট এবং ডেবিট কার্ড ডেটা ইউনিক টোকেন দিয়ে রিপ্লেস করা আবশ্যিক করেছে। ফাইল ছবি: রয়টার্স (Pixabay)