রিলায়েন্স জিও-র বেশ কিছু প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান রয়েছে। কিন্তু কয়েকটি বাদ দিয়ে সব প্ল্যানের বিষয়ে জানেন না সকলে। এদিকে প্রতি পরিবারেই এখন প্রায় সকল সদস্যরাই ইন্টারনেটের জন্য আলাদা আলাদা রিচার্জ করেন।
কিন্তু Jio-এর একটি প্ল্যান একাই একশো হতে পারে। আচ্ছা, একশো না হলেও পরিবারের সকলের জন্য যথেষ্ট হতে পারে। আজ রিলায়েন্স জিও-র এমন একটি প্ল্যানের কথা জানতে পারবেন, যাতে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। প্ল্যানটি Jio Fiber-এর, দাম ৩৯৯ টাকা।
JioFiber 399 plan
এটি Jio-র ব্রডব্যান্ড প্ল্যান। JioFiber-এর সবচেয়ে সস্তার প্ল্যানটির দাম ৩৯৯ টাকা (GST বাদে)। এই প্ল্যানে এত বেশি ডেটা পাওয়া যায় যে তাতে পরিবারের ৫ জনের পক্ষেও যথেষ্ট হয়ে যাবে।
এই প্ল্যানে এমনিতেই কোনও ইনস্টলেশন চার্জ নেওয়া হচ্ছে না। ফলে সেই টাকায় একটি ওয়াইফাই রাউটার লাগিয়ে নেওয়া যেতে পারে। ফলে একাধিক ডিভাইসেরই কাজ সারা যাবে।
এর পাশাপাশি ১০০ টাকা খরচ করলেই পেয়ে যাবে এন্টারটেইনমেন্ট প্ল্যান। ২০০ টাকা অতিরিক্ত খরচ করলে পাবেন বিশেষ এন্টারটেইনমেন্ট প্লাস প্ল্যান। তাতে ১৪টি পর্যন্ত জনপ্রিয় OTT-র সাবস্ক্রিপশন মিলবে। ১৪টি অ্যাপের মধ্যে রয়েছে Disney+ Hotstar, Zee5, Sonyliv, Voot, Sunnxt, Discovery+, Hoichoi, Altbalaji, Eros Now, Lionsgate, ShemarooMe, Universal+, Voot Kids, JioCinema ।
ডেটার পাশাপাশি কলও করা যাবে
জিও ফাইবারের এই প্ল্যানে কোম্পানি এক মাসের জন্য আনলিমিটেড ডেটা পাবেন। ৩০ Mbps ডেটা স্পিড পাবেন।
বিশেষ বিষয়টি হল, এতে আপনি একটি ল্যান্ডলাইন নম্বরও পাবেন। এর মাধ্যমে আনলিমিটেড কলিংও করতে পারবেন। ফলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা রিচার্জের প্রয়োজনীয়তাও দূর হবে।