বাংলা নিউজ >
দেখতেই হবে >
Aishwarya-Abhishek: শাশুড়ি, ননদ নাকি কথা বলেন না! বহুদিন পর 'বচ্চন' পরিবারের সঙ্গে ঐশ্বর্য
Updated: 04 Mar 2024, 03:01 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
আম্বানিদের অনুষ্ঠানে একসঙ্গে বচ্চন পরিবারের সকল সদস্যদের নানান ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। একটি ভিডিয়োতে অভিষেক, ঐশ্বর্য রাই এবং তাঁদের মাঝে মেয়ে আরাধ্যাকে বসে থাকতে দেখা যাচ্ছে। অনুষ্ঠানস্থলের ভিতরে তাঁরা একসঙ্গে বসে ঢোলের তালে তালে তাল মেলাচ্ছিলেন। অভিষেককে ঢোলের তালে ঘাড় দোলাতে এবং হাসতে দেখা গেল ঐশ্বর্যকে। আরাধ্যকেও হাতে তালি দিয়ে পুরো বিষয়টি উপভোগ করতে দেখা যায়। গান শেষ হতেই তিনজনে একসঙ্গে হাততালি দিয়ে ওঠেন।