বাংলা নিউজ > দেখতেই হবে > গৌরী এলোয় বড় বিপদ তারা-র, সে কি আদৌ বাঁচবে?

গৌরী এলোয় বড় বিপদ তারা-র, সে কি আদৌ বাঁচবে?

ধারাবাহিকে দেখা যাচ্ছে রসময়ের আক্রমণে গুরুতর আহত তারা। শুধু তাই নয়, বাঁচার আশা-ও নেই বললেই চলে। অন্য দিকে, গৌরী-সহ গোটা ঘোষাল পরিবার তাদের নিজের বাড়ি থেকে হয়েছে বিতারিত। কীভাবে রসময়ের পাপের বিনাস করে গোটা পরিবারকে বাঁচাবে গৌরী? অন্য দিকে, মেয়েকে মৃত্যুর কোলে ঢোলে পড়তে দেখে কি আদৌ ভগবানে বিশ্বাস ফিরবে ইশানের? হবে কি সে ভগবানের দ্বারস্থ? শেষ সময়ে, গৌরী শেষ সময়ে এসে তাঁর জীবনের সবচেয়ে বড় রহস্যের মুখোমুখি হবে।