Divya Khosla Kumar: যশের টানে কলকাতায় দিব্যা! 'প্রেম নয়, আমার সম্বন্ধ করে বিয়ে', অকপট ভূষণ কুমার পত্নী
Updated: 14 Sep 2023, 11:40 PM ISTদিব্যা খোসলা কুমার, বলিউড তাঁকে চেনে টি-সিরিজের মালকিন হিসাবে। ২৪ বছর বয়সেই কেরিয়ার তাকে তুলে ভূষণ কুমারকে বিয়ে করেন দিব্যা। তারপর কেরিয়ার থেকে লম্বা বিরতি। মাতৃত্ব নিয়েই ব্যস্ত ছিলেন দিব্যা। ইয়ারিয়াঁর-র সঙ্গে গ্ল্যামার জগতে কামব্যাক করেন। তবে এবার পরিচালক হিসাবে। পরিচালনায় হাত পাকানোর পর এখন অভিনয়ে মন দিয়েছেন ভূষণ পত্নী। আসন্ন ছবি 'ইয়ারিয়াঁ ২'র প্রচারে ঝটিকা সফরে হাজির হয়েছিলেন কলকাতায়। তার ফাঁকেই HT Bangla-র সঙ্গে কথা বললেন দিব্যা।