বাংলা নিউজ >
দেখতেই হবে >
ভোটযুদ্ধ >
BJP Lok Sabha Candidate slams BJP workers: 'টিকিটের নেশা হেরোইনের নেশার চেয়েও খারাপ', BJP কর্মীদেরই তোপ পদ্ম প্রার্থীর
Updated: 13 Apr 2024, 02:11 PM IST
লেখক Abhijit Chowdhury
শুক্রবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে প্রচারে নেমেছিলেন বিজেপি প্রার্থী অসীম সরকার। সেই সময় সাংবাদিকদের প্রশ্নে বিজেপি কর্মীদের উদ্দেশেই তিনি মন্তব্য করে বসেন, টিকিটের নেশা হেরোইনের নেশার চেয়েও বেশি। তাঁর এহেন মন্তব্য ঘিয়ে আলোড়ন বিজেপির অন্দরেই। এছাড়াও তিনি বলেন, 'চোর পাশ নেতার থেকে ৪ পাশ নেতা অনেক ভালো।'