সোমবারই টিকটক সহ ৫৯টি চাইনিজ অ্যাপ ব্যান করবার সিদ্ধান্তের কথা ঘোষণা করে ভারত সরকার। ভারতের সার্বভৌমত্ত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা ভঙ্গ করার অভিযোগে এই অ্যাপগুলি বন্ধ করে তথ্য সম্প্রচারক মন্ত্রক। ভারতের বিপুল সংখ্যক জনগণের মধ্যে জনপ্রিয় টিকটক অ্যাপ,যেখানে নানা রকমের ভিডিয়ো তৈরি করে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছেছেন অনেকেই। তবে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন টিকটকরাও। মুসকান শর্মার টিকটকে ফলোয়ার সংখ্যা ৪০ লক্ষ। তিনি জানান, ‘দেশের সিদ্ধান্তের সঙ্গে সহমত। চিন যা ভুল করেছে তার খেসারত তাদের দিতে হবে’। মুসকানের পাশাপাশি একই সুর শোনা গিয়েছে দেশের অন্যতম চর্চিত টিকটক স্টার জন্নত জুবিরের গলাতেও। উল্লেখ্য ভারতে টিকটকের প্রায় ১২০ মিলিয়ান অর্থাত্ ১২ কোটি সাবস্ক্রাইবার ও ইউজার ছিল।