Urvashi Rautela: পন্ত বিতর্ক অতীত! প্যারিসে গ্র্যান্ড বার্থ ডে পার্টি, ৯৩ লাখ টাকা ওড়ালেন উর্বশী
Updated: 28 Feb 2023, 09:48 PM ISTঋষভ পন্তকে নিয়ে হামেশাই চর্চায় থাকেন উর্বশী। গত ২৫শে ফেব্রুয়ারি ছিল উর্বশীর জন্মদিন। এই বছর প্যারিসে বার্থ ডে সেলিব্রেট করলেন এই বলি সুন্দরী। সূত্রের খবর, বার্থ ডে পার্টিতে ৯৩ লক্ষ টাকা খরচ করেছেন নায়িকা। জন্মদিন পর্ব সেরে সদ্য দেশে ফিরেছেন অভিনেত্রী। মুম্বই এয়ারপোর্টে খোশমেজাজে লেন্সবন্দি হলেন উর্বশী রাউতেলা।