বাংলা নিউজ >
দেখতেই হবে >
ফুলের সাজে রূপে তাক লাগাচ্ছে ভূস্বর্গ! কাশ্মীরে 'গার্ডেন ট্যুরিজিম' কাড়ছে নজর
Updated: 05 Jun 2022, 10:54 PM IST
লেখক Sritama Mitra
গত ২ বছর করোনার জেরে সেভাবে কাশ্মীরে পর্যটকদের আনাগোনা দেখা যায়নি। তবে এবার আস্তে আস্তে পাল্টাচ্ছে ছবি। গার্ডেন ট্যুরিজম ঘিরে সেখানে ক্রমেই জমছে ভিড়। বছরের এই সময়টায় কাশ্মীরে প্রতিবার ভিড় হয় কাশ্মীরে। পর্যটকদের লক্ষ্য থাকে ফুলের সাজের দিকে। আর সা নিয়েই বাড়তে থাকে ভিড়। এবারেও দেখা গেল একই ছবি। মুঘল গার্ডেন, টিউলিপ গার্ডেন সহ বিভিন্ন পার্কে কাশ্মীরে ভিড় বাড়ছে। ফলে এই ফুলের সম্ভার দেখতে হলে সত্ত্বর এই মরশুমে কেটে ফেলুন কাশ্মীরের টিকিট!