Updated: 24 Oct 2023, 11:47 PM IST
লেখক Ayan Das
দেবী দুর্গাকে বিদায় জানাল ইংল্যান্ডও। সিঁদুর খেললেন বিবাহিত মহিলারা। সিঁদুর খেলার মধ্যেই আনন্দে মেতে ওঠেন তাঁরা। কোমর দুলিয়েছেন তাঁরা। উইলম্বডনের দুর্গাপুজোর সেই ভিডিয়ো পাঠিয়েছেন মৌবনী চট্টোপাধ্যায়। সোমবারই উইলম্বডনের পুজোয় নবমী ও দশমী পালন করা হয়। বিস্তারিত দেখুন ভিডিয়োয়-