Floating Solar Park: ৬ ফুটবল মাঠের আকারের সোলার পার্ক ভাসছে জলাশয়ে! পথ দেখাচ্ছে এশিয়াকে Updated: 24 Apr 2023, 09:44 AM IST Deutsche Welle ‘কার্বন নির্গমন কমাতে পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি ব্যবহারের চাপ বাড়ছে৷ পর্তুগালে এক বাঁধের জলাশয়ে ভাসমান সোলার প্যানেল ব্যবহার করে অভিনব সমাধানসূত্র তুলে ধরা হচ্ছে৷ এশিয়ায়ও এমন প্রকল্পের প্রতি আগ্রহ বাড়ছে৷’