'No AC' on IndiGo flight: 'বন্ধ AC, বিমানে কাগজ দিয়ে হাওয়া, ইন্ডিগোয় ভয়াবহ অভিজ্ঞতা' নিয়ে সরব কংগ্রেস নেতা Updated: 06 Aug 2023, 07:28 PM IST লেখক Ayan Das কাজ করছে না এসি, বিমানে কাগজ দিয়ে হাওয়া করছেন যাত্রীরা। ইন্ডিগোয় এমনই 'ভয়াবহ অভিজ্ঞতা'-র মুখে পড়েছেন বলে দাবি করলেন এক কংগ্রেস বিধায়ক। অমৃত সিং রাজা ওয়ারিং পঞ্জাব প্রদেশের সভাপতিও বটে। নিজের অভিযোগের স্বপক্ষে একটি ভিডিয়োও পোস্ট করেন কংগ্রেস বিধায়ক।