Emotional PM Modi: ‘রেল স্টেশনের এক গরিব বাচ্চা সংসদে পৌঁছাবে, সেটা কখনও ভাবত পারিনি', আবেগে ভাসলেন মোদী
Updated: 18 Sep 2023, 05:34 PM IST‘রেল স্টেশনের এক গরিব বাচ্চা সংসদে পৌঁছাবে, সেটা কখনও ভাবত পারিনি।’ সংসদের বিশেষ অধিবেশনে আবেগতাড়িত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিশেষ অধিবেশনের শুরুতে ভাষণ দেন প্রধানমন্ত্রী। পুরনো সংসদ ভবন ছেড়ে নয়া সংসদ ভবনে যাওয়া নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। বিস্তারিত পড়ুন ভিডিয়োয় -