যাবতীয় জল্পনার পর বুধবার সকালে ‘হিন্দুস্তান টাইমস’-কে সচিন পাইলট জানিয়েছেন, বিজেপিতে যোগ দিচ্ছেন না। বরং তাঁকে গান্ধীদের চোখে ছোটো করতেই বিজেপি যোগ দেওয়ার গুজব ছড়ানো হচ্ছে। তারইমধ্যে বিধায়কদের বৈঠকে যোগ না দেওয়ায় পাইলট-সহ ১৯ জন বিধায়ককে নোটিশ পাঠাল কংগ্রেস। আগামী দু'দিনের মধ্যে কোনও উত্তর না দিলে পাইলটের সদস্যপদও খারিজ করা হতে পারে। দেখে নিন রাজস্থানের রাজনৈতিক সংকটের নয়া তথ্য -