বন্দে মাতরম বলতে অস্বীকার সপা MLA আজমির, বললেন ‘শুধু আল্লাহের সামনে মাথা নোয়াব’ Updated: 19 Jul 2023, 07:43 PM IST লেখক Ayan Das ‘বন্দে মাতরম পড়তে পারি না, আল্লাহ ছাড়া কারও সামনে মাথা নোয়াতে পারি না।’ এমনই মন্তব্য করলেন সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমি। বুধবার মহারাষ্ট্র সরকারের তুমুল সমালোচনা করেন বিধায়ক। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -