নব নির্বাচিত রাজ্যসভার সাংসদদের শপথ গ্রহণ হল এদিন। এখনও অধিবেশন শুরু হয়নি, তাই খালি সদনেই শপথ নিলেন সাংসদরা। সেখানেই পুরনো সঙ্গীদের সঙ্গে দেখা হল হালে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার।
কিন্তু এরমধ্যে ছিলেন দিগ্বিজয় সিং। কার্যত কমলনাথ ও দিগ্বি রাজার জন্যই দল ছাড়েন গুণার মহারাজা। দল ছাড়ার পর থেকে কোনও সুযোগ ছাড়ছেন না এই দুই নেতাকে আক্রমণ করার জ্যোতিরাদিত্য। সেই তিক্ততার রেশ অবশ্য এদিন দেখা গেল না। নমস্কার, প্রতি নমস্কারের পালা চুকিয়ে গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়গে ও দিগ্বিজয় সিংয়ের কথা বললেন জ্যোতিরাদিত্য। শপথ নিলেন বাংলা থেকে রাজ্যসভায় যাওয়া সাংসদরাও। করোনার জেরে এই প্রক্রিয়া হতে দেরি হল বলে জানান চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু।