ফাঁকা চার্চ থেকেই ইস্টারে আশার বার্তা দিলেন পোপ
Updated: 12 Apr 2020, 02:42 PM ISTএমনি দিনে দিনে কানায় কানায় ভরা থাকে সেন্ট পিটার্স ব্যাসিলিকা। আর পবিত্র ইস্টারের দিনে তো কথাই নেই। সেই চার্চ আজ জনমানবহীন। সেখানে থেকেই আশার বার্তা দিলেন পোপ ফ্রান্সিস। ওয়েবকাস্টে সেই বার্তা দেখলেন কোটি কোটি মানুষ।