বাংলা নিউজ >
দেখতেই হবে >
Rupanjana-Ratool: ভিনধর্মে বিয়ে টেকেনি, ২য় বিয়ে হবে ছেলেকে সাক্ষী রেখেই, আইবুড়োভাত খেলেন রূপাঞ্জনা
Updated: 14 Apr 2024, 05:42 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
বিয়ে আসন্ন, এবার শুরু হয়েছে রূপাঞ্জনা মিত্র আইবুড়ো ভাত পর্ব। ভালোবেসে ৬ বছর আগে পরস্পরের হাত ধরেছিলেন রাতুল-রূপাঞ্জনা। অবশেষে প্রজাপতি ঋষির আর্শীবাদ নিয়ে, অগ্নিসাক্ষী করে এই বৈশাখে চারহাত এক হবে রাতুল-রূপাঞ্জনার। ১৯ এপ্রিল হচ্ছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। আপাতত চলছে আইবুড়ো ভাত খাওয়ার পর্ব। তাঁদের আরও একবার আইবুড়ো ভাত খাওয়ালেন হবু বর রাতুলের বন্ধু প্রতীশ ঘোষ ও তাঁর স্ত্রী পূজা। শহরের এক নামী রেস্তোরাঁয় প্রথা মেনে এই আইবুড়োভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতীশ ও তাঁর স্ত্রী পূজা এদিন রূপাঞ্জনা ও রাতুলকে ধান-দুর্বা দিয়ে আশীর্বাদও করেন। তারপর হয় পায়েস দিয়ে মিষ্টি মুখ। মেনুতেও ছিল নানান রকম বাঙালি পদ।