Updated: 14 May 2022, 10:27 PM IST
লেখক Sritama Mitra
চলছে প্রবল বৃষ্টি। তারই মাঝে হাঁটু সমান জল ঠেলেই র... more
চলছে প্রবল বৃষ্টি। তারই মাঝে হাঁটু সমান জল ঠেলেই রোজের কাজে বের হতে হচ্ছে। এই ছবিটা অনেকেরই চেনা! তবে তা বর্ষাকালেই বেশি দেখা যায়। এবার ভরা গ্রীষ্মে কয়েকদিনের টানা বৃষ্টিতে অসমের গুয়াহাটিতে এই ছবি দেখা গেল। অসমের এই প্রাণকেন্দ্রের রুক্মিনীগাঁও এলাকায় এমন ছবি উঠে এসেছে। আর জল দাঁড়িয়ে যাওয়ার সেখানে ট্রাফিকের সমস্যাও বেড়ে গিয়েছে। সব মিলিয়ে বৃষ্টি আর তার প্রভাবে হাঁটু জলে বিপর্যস্ত সাধারণ মানুষ।