
আজ রাশিফল: জানুন ধনু-মকর-কুম্ভ-মীন রাশির ভাগ্যফল 2 March-এর জন্য
১ মিনিটে পড়ুন . Updated: 02 Mar 2021, 07:10 AM IST- মঙ্গলবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
ধনু- ব্যবসা ভালো চলবে। লেনদেনের সময় সম্পূর্ণ তথ্য যাচাই করে নিন। স্বাস্থ্য ভালো থাকবে। পড়ুয়াদের অধিক পরিশ্রম করতে রবে। যুবক-যুবতিদের কেরিয়ার অগ্রসর হবে। চাকরি পেতে পারেন। নতুন ব্যক্তিদের সঙ্গে দেখা হবে। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। কোনও কাজ পূর্ণ করতে আলস্য করবেন না।
মকর- আর্থিক সমস্যা দূর হবে। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। চাকরিজীবীরা পদোন্নতির সংবাদ পেতে পারেন। দাম্পত্য জীবনে আনন্দ থাকবে। যুবকরা সাফল্য লাভ করবে। নতুন কাজ শুরু করতে পারেন। খাওয়া-দাওয়ার যত্ন নিন। অসুস্থ হয়ে পড়তে পারেন।
কুম্ভ- আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। কোনও দায়িত্ব পূরণে আলস্য করবেন না। অহেতুক কোনও বিবাদে জড়াবেন না। প্রায় সমস্ত কাজ পুরো হবে। মানসিক শান্তি অনুভব করবেন। অফিসে আধিকারিকদের সঙ্গে দেখা হবে। কারও সঙ্গে বিবাদ বা মতভেদ দূর হতে পারে।
মীন- সামাজিক দায়িত্ব লাভ করতে পারেন। মান-সম্মান বৃদ্ধি হবে। আপনার ব্যবহার প্রশংসিত হবে। বিরোধীদের থেকে সতর্ক থাকুন। অসহায় ব্যক্তির সাহায্য করবেন। লগ্নির সিদ্ধান্ত বাতিল করুন। স্বাস্থ্য ভালো থাকবে। আজ সাফল্য লাভ করবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। দিন ভালো কাটবে।