হোলিকা দহনের সময়কালে শনি ও বৃহস্পতি নিজের রাশিতে উচ্চ স্থিতিতে থাকবে। ফলে কেদার, হংস, মালব্য, চতুষ্টচক্র ও মহাভাগ্য নামের একাধিক যোগ তৈরি হবে এই বছর। ফলে ২০২৩ সালের হোলিকা দহন খুবই লাকি।
1/5হিন্দুশাস্ত্রে হোলি উৎসবের বিশেষ মাহাত্ম্য রয়েছে। রঙের উৎসব হোলি ঘিরে নানান প্রান্তে নানান ধরনের আচার অনুষ্ঠান পালিত হয়। বাংলার ঘরে ঘরে দোল পূর্ণিমা ঘিরে শুরু হয় বিশেষ পুজোপাঠ। এছাড়াও উত্তর ভারতে দেখা যায় হোলিকা দহন ও হোলি ঘিরে পুজোপাঠ। ২০২৩ সালে হোলি উৎসব কবে পড়ছে দেখা যাক। দেখে নেওয়া যাক দোল পূর্ণিমার তিথি। REUTERS/Monika Malla (Sudipta Banerjee)
2/5হোলিকা দহন- শাস্ত্র মতে বলা হচ্ছে, হোলিকা দহন শুরু হবে ৬ ও ৭ মার্চের মধ্যে রাত ১২ টা ৪০ মিনিটে।৭ মার্চও রয়েছে হোলিকা দহনের সময়কাল। তবে সেদিন পূর্ণিমা তিথি শেষ হচ্ছে, ৬ টা ১০ মিনিটে সন্ধ্যে বেলায়। হোলিকা দহনের শুভ মুহূর্ত ৭ মার্চ সন্ধ্যে ৬ টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৩৯ মিনিট পর্যন্ত চলবে। (PTI Photo) (PTI03_05_2023_000042B) (Sudipta Banerjee)
3/5হোলিকা দহনে বিশেষ পুজোর যোগ- হোলিকা দহনের সময়কালে শনি ও বৃহস্পতি নিজের রাশিতে উচ্চ স্থিতিতে থাকবে। ফলে কেদার, হংস, মালব্য, চতুষ্টচক্র ও মহাভাগ্য নামের একাধিক যোগ তৈরি হবে এই বছর। ফলে ২০২৩ সালের হোলিকা দহন খুবই লাকি। . (ANI Photo) (Sudipta Banerjee)
4/5পূর্ণিমা তিথি- জোল পূর্ণিমার তিথি শুরু হচ্ছে ৬ মার্চ। ৬ মার্চ বিকেল ৪ টে ১৮ মিনিট ৪৭ সেকেন্ড থেকে শুরু হয়ে যাচ্ছে। আর ৭ মার্চ তা শেষ হবে ৬.০০.৪০ মিনিটে। এই সময়কালে ব্রজভূমি মথুরা থেকে বিষ্ণুপুরের মদনমোহন মন্দির, এই সময়কালে দেশের বিভিন্ন স্থানে আলাদা করে পুজোর আয়োজন হয়ে থাকে। হোলি উৎসব ঘিরে রাধাগোবিন্দের পুজো দেখা যায় দেশের বহু মন্দিরে। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা ধর্মী।) (AP Photo/Deepanshu Aggarwal) (Sudipta Banerjee)
5/5হোলির পৌরাণিক কাহিনি- একটি পৌরাণিক মত বলে, শ্রীকৃষ্ণ যখন রাধা-প্রেমে মগ্ন, তখন সামনে আসে, তাঁদের গায়ের রঙের প্রসঙ্গ। শ্রীকৃষ্ণের বর্ণের থেকে আলাদা ছিল শ্রীরাধার তুষার ধবল বর্ণ। কথিত রয়েছে, তখন শ্রীকৃষ্ণের মা যশোদা বলেছিলেন, এই রঙের দূরত্ব ঘোচাতে রঙ খেলা একমাত্র উপায়, যে রঙ বিভেদ মিটিয়ে সকলকে এক রঙে রাঙিয়ে তুলবে। সেই থেকে এই খেলা ঘিরে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের প্রসঙ্গ ওঠে বলে কথিত রয়েছে। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা ধর্মী।) (ANI Photo) (Sudipta Banerjee)