ভারতীয় দলের টি২০ বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং। সময়টা মোটেই ভালো যাচ্ছে না তাঁর। কিছু অবশ্য করারও নেই। কারণ হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে, দুই অলরাউন্ডারকে সুযোগ দিতে গিয়েই রিঙ্কুকে দলের বাইরে রেখেছেন নির্বাচকরা। অজিত আগরকর ভারতীয় দল নির্বাচনের পর রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন। সেখানে স্পষ্টভাবেই বলেছিলেন, রিঙ্কুকে একান্তই দলের কম্বিনেশনের জন্য বাদ পড়তে হয়েছে। অন্য কোনও কারণ নেই। দলে তিনজন স্পেশালিস্ট পেসার থাকায় হার্দিক এবং শিবম দুবেকে দলের সঙ্গে নিয়ে যেতেই হত। কারণ পার্ট টাইম পেসার হিসেবে তাঁদেরকেও ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে দলের শক্তি বৃদ্ধি পাবে।
যদিও ভারতের প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই বিষয়টির সঙ্গে একমত হতে পারেননি। কারণ তাঁদের মতে যোগ্য ব্যক্তি হিসেবে রিঙ্কুকে সুযোগ দেওয়া উচিত ছিল। সেক্ষেত্রে যদি কেউ বাদ পড়লে পড়ত। এবার উত্তর প্রদেশের এই বাঁহাতি ব্যাটারের পাশে দাঁড়ালেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়াও। তাঁর মতে, হার্দিককে দল থেকে বাদ দিয়ে হলেও রিঙ্কুকে অবশ্যই বিশ্বকাপের স্কোয়াডে রাখা উচিত ছিল টিম ইন্ডিয়ার নির্বাচকদের।
আরও পড়ুন-আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে খেলতে হবে লাহোরে, ভেনু প্রকাশ পাক বোর্ডের
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিঙ্কুর পাশে দাড়িয়েছেন কানেরিয়া। লোয়ার অর্ডারে রিঙ্কু যেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন আর শিবম দুবে এই মূহূর্তে যে ছন্দে আছেন, তাতে কানেরিয়া মনে করছেন, দুই ক্রিকেটার যদি একসঙ্গে নিচের দিকে খেলত তাহলে ভারতই আখেরে লাভবান হত। একান্তই সাম্প্রতিক পারফরমেন্সের নিরিখে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে স্কোয়াডে রিঙ্কুকে নেওয়া উচিত ছিল বলে মনে করছেন প্রাক্তন পাকিস্তানি স্পিনার।
আরও পড়ুন-IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে?
দানিশ কানেরিয়া বলছেন, ‘ ভারত বর্তমানে খুব ভালো ভালো উঠতি ক্রিকেটারদের তুলে আনছে। যশস্বী জয়সওয়াল, অংকৃষ রঘুবংশী, মায়াঙ্ক যাদব, অভিষেক শর্মারা বেশ নজর কেড়েছেন। রিঙ্কুর বিষয় একটা কথা বলতে পারি, আমার মতে ওর স্কোয়াডে থাকা উচিত ছিল। এবারের আইপিএলের পারফরমেন্স মাথা রাখলে হার্দিকের বাদ যাওয়া উচিত ছিল। একদমই ধারাবাহিকতা দেখাতে পারেনি হার্দিক। দলে শিবম দুবে রয়েছে। এবারে শিবম বেশ ছন্দের মধ্যেও রয়েছে। ফলে রিঙ্কুর সঙ্গে ওর জুটি কাজে লাগত ভারতের’।
আলিগড়ের ছেলে রিঙ্কুর বাদ পড়ার পর থেকেই সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। এর মধ্যে পাকিস্তানের ক্রিকেটাররাও তাঁর হয়ে সওয়াল করলেন। রিজার্ভে তিনি থাকায় কারো চোট লাগলে তিনিই হয়ত সবার আগে দলে ঢুকতে চলেছেন। এদিকে আইপিএলের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে রিঙ্কু করেন মাত্র ৯ রান, যদিও তাঁর দল জিতল ২৪ রানে।