জ্যোতিষ মতে আপনার বাড়িতে যদি কিছুদিন ধরে এই ঘটনাগুলি ঘটে, তাহলে আপনি সজাগ হয়ে যান। এগুলি হলে বাড়তে পারে আপনার সমস্যা। কেড়ে নিতে পারে আপনার রাতের ঘুম।
মাঝেমাঝে দেখা যায় আমাদের বাড়িতে এমন সব ঘটনা ঘটতে থাকে যা আগে কখনও হয়নি। এসব আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে। বাস্তু মতে এগুলিকে বলে অশুভ সংকেত। যা ভগবান আমাদের আগে থেকে সজাগ করার জন্য দিয়ে থাকেন। যেমন যে কোনও কাজে বাঁধা, বিড়ালের কান্না, যেখানে সেখানে চুল পড়ে থাকা। হঠাৎ হঠাৎ শরীর খারাপ।
এইসব সংকেত বলে দেয় যে আপনার সঙ্গে খারাপ কিছু হতে পারে--
তুলসি গাছের শুকিয়ে যাওয়া: হিন্দুধর্মে তুলসি গাছের আলাদা গুরুত্ব। তুলসী গাছ মা লক্ষীর প্রতীক, যে বাড়িতে তুলসী গাছ সতেজ থাকে সেখানে টাকার অভাব হয় না। কিন্তু যদি দেখেন আপনার বাড়ির তুলসি গাছ মারা যাচ্ছে তাহলে আপনার বাড়িতে প্রবেশ করেছে অশুভ শক্তি।
বার বার আয়না ভেঙে যাওয়া: বাড়িতে আয়না ভেঙে যাওয়া সাধারণ ঘটনা কিন্তু তা যদি রোজ রোজ হয় তাহলেই বিপদ। এটি আপনার সম্পর্কের ওপর খারাপ ফল পড়ার লক্ষণ হতে পারে।
সোনা হারিয়ে যাওয়া: সোনা প্রাচুর্যের প্রতীক। সোনা যদি হারিয়ে যায় তা কিন্তু খুবই খারাপ। এতে আপনার বাড়ির আর্থিক সমস্যা আসছে ধরে নিতে হবে।
বিড়ালের কান্না: বিড়ালের কান্নাকে বিভিন্ন শাস্ত্রে অশুভ বলে ধরা হয়। তাই বাড়িতে বা তার আশেপাশে যদি কান্নার আওয়াজ শোনেন তাহলে হয়ে যান সাবধান। হতে পারে এটা কোনও অপ্রিয় ঘটনার সংকেত।
পুজোর প্রদীপ নিভে যাওয়া: পুজোর সময় যদি বারবার প্রদীপ নিভে যায় তাহলে হতে পারে ভয়ংকর বিপদ। ধরে নিতে হবে আপনার ওপর দেবী, দেবতারা হয়েছেন রুষ্ঠ।
সব বিপদ থেকে ঈশ্বরই আমাদের রক্ষা করতে পারেন, তাই কোনও অশুভ সংকেত পেলেই প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। এছাড়া সকাল ও সন্ধে পুজোর সময় ঘরে কর্পূর জ্বালিয়ে রাখাও শুভ।