বাংলা নিউজ > ভাগ্যলিপি > Jagadhatri Puja 2024 date: জগদ্ধাত্রী পুজো ২০২৪ সালে কবে পড়ছে? দেবীকে ঘিরে পৌরাণিক কাহিনি একনজরে

Jagadhatri Puja 2024 date: জগদ্ধাত্রী পুজো ২০২৪ সালে কবে পড়ছে? দেবীকে ঘিরে পৌরাণিক কাহিনি একনজরে

জগদ্ধাত্রী দেবীর রূপের বর্ণনায় শোনা যায়, তাঁর গাত্র বর্ণ উদিত সূর্যের মতো। দেবীর বান সিংহ। তবে সিংহের নিচে দেখা যায় হস্তি মুণ্ড। কেন এই হস্তি মুণ্ড দেখা যায়, তা নিয়ে রয়েছে বহু কৌতূহল। পৌরাণিক কাহিনি বলছে, ওই হাতিই আসলে করীন্দ্রাসুর। এই করীন্দ্রাসুর বধ অর্থাৎ অহংকারকে বধ। সেই কাহিনি দেখে নেওয়া যাক।