দীর্ঘ সাড়ে ৬ বছরের বন্ধুত্ব বদলে গিয়েছে স্বামী-স্ত্রীর সম্পর্কে। এই মুহূর্তে রাতুল-রূপাঞ্জনা তাই নব-দম্পতি। গত ১৯ এপ্রিল বাঙালি প্রথা মেনে সাতপাকে বাঁধা পড়েন রূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায়। বিয়ে করেছেন, নবদম্পতি মধুচন্দ্রিমায় যাবেন না তাও কি হয়! কিন্তু মধুচন্দ্রিমা কাটাতে কবে, কোথায় যাচ্ছেন রাতুল-রূপাঞ্জনা? Hindustan Times Bangla-কে নিজেই সেকথা জানিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।
বিয়ে ও নতুন দম্পত্য নিয়ে কথা বলতে বলতেই উঠে এল মধুচন্দ্রিমার প্রসঙ্গ। মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন? প্রশ্ন করতেই রূপাঞ্জনা বললেন, 'রাতুল তো বলছিল কালকেই বের হয়ে যাই। কিন্তু দুজনেরই এমন কাজ পড়ে আছে। বিয়ের পর থেকেও নানান রীতিনীতি চলছিলই, সেগুলো এখনও শেষ হয়নি। তারপর আবার শ্যুটিংয়েও যেতে হচ্ছে। চলতি রবিবারও কাজ করেছি। ইচ্ছে ছিল দু'দিনের জন্য হলেও বাইরে যাওয়ার। এদিকে আবার রিয়ানের স্কুলও আছে। তারমধ্যে পরীক্ষা চলছে। তাই সবকিছু সামলে উঠতে পারলে তবেই যেতে পারব।'
কোথায় যাবেন, কোনও পরিকল্পনা হয়েছে?
বন্ধুরা তো অনেককিছু সাজেস্ট করছে, কেউ বলছে বম্বে চলে আয়। আবার ১জনের ১ তারিখ (১মে) জন্মদিন, সে একটা পুচকি বাচ্চা, সেখানে যাওয়ার জন্য বন্ধুরা ডাকছিল। কিন্তু এখনই হয়ত সম্ভব হবে না। তার উপর এই যা গরম! তাই একটু ভেবেচিন্তেই প্ল্যান করতে হবে। যাতে বেড়াতে গিয়ে অন্তত একটু আরাম পাই। সিনিক বিউটিও খুব গুরুত্বপূর্ণ। তাডোবায় (আন্ধেরি টাইগার রিজার্ভ ফরেস্ট) যাব ভেবেছিলাম, খোঁজও নিয়েছি, ওখানে মর্নিং সাফারিটা বেশ ভালো। ওখানে যাওয়ার খুব ইচ্ছে, আমরা তিনজনই বাঘ দেখতে ভালোবাসি। এক্ষেত্রেও আমাদের তিনজনের অদ্ভুত একটা মিল আছে। তাই তাডোবায় যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে। হয়ত সেপ্টেম্বর-অক্টোবরের দিকে যাব। আর তার আগে একটু কাছেপিঠে পাহাড় থেকে ঘুরে আসব।'
এদিকে রিয়ের পর ইতিমধ্যেই কাজে ফিরছেন রূপাঞ্জনা। এই মুহূর্তে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে 'লাবণ্য'র ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। কাজে ফিরে সিরিয়ালের সেটে মেকআপ রুম থেকেও ভিডিয়ো পোস্ট করেছেন রূপাঞ্জনা। আবার বিয়ের পর গত শনিবার রাতুলকে নিয়ে নিজের বাড়িতে দ্বিরাগমনেও গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে বিয়ের পর যে রীতিনীতি থাকে, সেগুলি পালন করেছেন। আর সেই সব থেকেই রূপাঞ্জনার সঙ্গী ছিলেন তাঁর একমাত্র ছেলে রিয়ান। এমনকি বিয়ের মতো মধুচন্দ্রিমাতেও মায়ের সঙ্গী হিসাবে থাকবে অভিনেত্রীর সবথেকে কাজের মানুষ, তাঁর ছেলে রিয়ান।