Karwa Chauth 2023: করওয়া চৌথের দিন স্বামীর মুখ দেখতে ব্যবহার করা হয় চালুনি, কেন জানেন
Updated: 31 Oct 2023, 06:00 PM ISTKarwa Chauth 2023: করওয়া চৌথের উপবাস মহিলাদের জন্য খুবই বিশেষ। এই উৎসব ১ নভেম্বর পালিত হবে। এই দিনে মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু এবং পরিবারের সমৃদ্ধির জন্য সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত উপবাস রাখেন। দিনভর নির্জলা উপবাস করেন। অবাঙালিদের কাছে এই উৎসব অত্যন্ত জনপ্রিয়।
পরবর্তী ফটো গ্যালারি