আইপিএলের ম্যাচে রবিবার মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। এই ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ফলে বিশ্বকাপ ফাইনালের সেই মঞ্চেই আবার নামবেন কোহলি। অবশ্যই সেই দুঃসহ স্মৃতি তাঁকে তাড়া করবে তা বলাই বাহুল্য। এবারের আইপিএলে এখনও পর্যন্ত দুই দলের এটাই প্রথম সাক্ষাৎ। এই ম্যাচ গিলরা খেলবেন তাঁদের ডেরায়। ৪ মে, এর পর ফিরতি লেগের ম্যাচ হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। ফলে দুই দলের কাছেই থাকবে বদলা নেওয়ার সুযোগ। বিরাট বরাবরই গিলকে স্নেহ করেন। বিশ্বকাপের ম্যাচের সময় দেখা গেছিল, দর্শকরা গিলকে সারা তেন্ডুলকরের নাম নিয়ে মজা করছিল, তখন দর্শকদের উদ্দেশ্য বিরাট হাত দেখিয়ে তাঁদের চুপ করতে বলেছিলেন। বিশ্বকাপে গিল সেভাবে ছন্দে না থাকলেও বিরাট সর্বোচ্চ রান করেছিলেন। তবু দল বিশ্বকাপ জিততে পারেনি। এবার বিরাটের সঙ্গে নিজের প্রথম অভিজ্ঞতার কথাই ভাগ করে নিলেন শুভমন গিল। প্রথমবার যখন ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন, তাঁকে বিরাট ঠিক কি বলেছিলেন, আইপিএলের ম্যাচের আগে নিজেই জানালেন সেকথা।
আরও পড়ুন-IPL 2024- কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর
বর্তমান ভারতীয় ক্রিকেটে বিরাট যদি কিং হন, তাহলে অবশ্যই প্রিন্স আখ্যা তোলা থাকবে শুভমন গিলের জন্য। সাম্প্রতিককালে তাঁর পারফরমেন্সের নিরিখে। যদিও তিনি এখনও বিদেশের মাটিতে বিরাট কোহলির ব্যাটিং পারফরমেনস্ বা অধিনায়কত্ব, দুটির কাছাকাছি আসতে পারেননি, কিন্তু তাঁরও সময় লাগবে। যদিও বিরাট কিন্তু তাঁর ওপর ব্যাপক আস্থা করেছিলেন প্রথম দিন থেকেই। নিজেই সেকথা জানাচ্ছেন শুভমন গিল। নিউজিল্যান্ডে গিয়ে প্রথমবার আলাপ হয় বিরাটের সঙ্গে। সেখানে তাঁকে কিভাবে উদ্বুদ্ধ করেছিলেন কোহলি, সেকথাই আইপিএলের সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন গিল।
আরও পড়ুন-তীরন্দাজি বিশ্বকাপে বাজিমাত ভারতের, সোনার হ্যাটট্রিক জ্যোতির
আইপিএলের গুজরাট বনাম বেঙ্গালুরু ম্যাচের আগে গিল বলেন, ‘আমি যখন নিউজিল্যান্ডে যাই, তখন প্রথম বিরাট কোহলির সঙ্গে আমার আলাপ হয়। তখন বিরাট বলেছিল, যখনই নতুন ক্রিকেটার দলে আসে সকলে বলে তাঁকে সুযোগ দিতে হবে, সময় লাগবে। কিন্তু আমার মনে হয় তোমার মধ্যে ক্ষমতা আছে প্রথম ম্যাচ থেকেই ছন্দে থাকার। প্রথম ইনিংসেই তোমার শতরান করার যোগ্যতা আছে, এটা আমার মনে হয়। তুমি তোমার সেরাটা দাও, বাকিটা আমরা দেখছি’।
আরও পড়ুন-IPL 2024-পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য করতে পারল না মুম্বই
নিজের কেরিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে গিলের পারফরমেন্স যথেষ্টই ভালো। বিশ্বকাপ সেমিফাইনালেও তিনি ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ৬৬ বলে ৮০ রান করেছিলেন। যদিও এই মূহূর্তে আইপিএলে যা অবস্থা তাতে বিরাটের দলকে হারাতেই হবে গিলদের, যদি প্লে অফের পথ খোলা রাখতে হয়।