সত্য হতে চলেছে ১৬ শতকের ভবিষ্যৎবাণী! ক্যানসারে আক্রান্ত বাকিংহাম প্ল্যালেসের বর্ষীয়ান রাজার জীবনে নেমে আসতে চলেছে কোন বিপদ! গত, সোমবার বাকিংহাম প্যালেস রাজা তৃতীয় চার্লসের ক্যানসারের খবর দিতে না দিতেই সামনে এসেছে ভয়াবহ তথ্য। যেখানে, আগে থেকেই রাজার এমন অবস্থার কথা আগে থেকেই লেখা হয়ে গিয়েছিল। রাজ পরিবার জানিয়েছে যে সাময়িকভাবে মারণ রোগের চিকিৎসার জন্য সরকারি দায়িত্ব থেকে সরে আসবেন রাজা, তবে শীঘ্রই আবারও যোগ দেবেন কাজে। কিন্তু আদৌ তিনি ফিরবেন তো? কী বলছে ভবিষ্যৎবাণী?
- নস্ট্রাডামাসের ভবিষ্যদ্বাণী:
নস্ট্রাডামাস, ১৬ শতকের একজন ফরাসি জ্যোতিষী, তার ১৫৫৫ সালের বই 'লেস প্রফেটিজ'-এ রাজকীয় অশান্তির পূর্বাভাস দিয়েছিলেন। ভবিষ্যদ্বাণী করে ইঙ্গিত দিয়েছিলেন যে রাজা রাজ্যপাট ত্যাগ করতে পারেন, প্রিন্স হ্যারি খুব সম্ভবত সিংহাসনে বসবেন। নস্ট্রাডামাস আরও উল্লেখ করেছেন যে 'দ্বীপের রাজা'-কে 'জোর করে সিংহাসন বিতাড়িত করা হতে পারে' এবং তাঁর আসনে বসে রাজ্যপাট সামলাবেন অপ্রত্যাশিত কেউ, অর্থাৎ যিনি কোনোদিন রাজা হতে পারেন বলে কেউ স্বপ্নেও ভেবে দেখেননি। ব্রিটিশ লেখক মারিও রিডিং নিজের বই 'নস্ট্রাডামাস: দ্য কমপ্লিট প্রফেসিস ফর দ্য ফিউচার'-এ ব্যাখ্যা করেছেন যে বিবাহবিচ্ছেদে না বলার কারণে হয়ত জনগণ রাজাকে সিংহাসন ছাড়তে বাধ্য করতে পারে। রিডিং-এরও কথায়, ' এমনই একজন ব্যক্তি সিংহাসনে বসবেন যিনি কখনই রাজা হওয়ার আশা করেননি।'
রিডিংয়ের মতে, নস্ট্রাডামাস ১৬ শতকে দাঁড়িয়ে ব্রিটিশ রাজপরিবারের বিষয়ে যা বলে গিয়েছেন, সবই সত্যি হয়েছে। যেমন, ২০২২ সালে ৯৬ বছর বয়সে রানি এলিজাবেথের মৃত্যুও আগে থেকেই নস্ট্রাডামাসের সঠিক ভবিষ্যদ্বাণীতে অন্তর্ভুক্ত ছিল।
এদিকে, প্রিন্স হ্যারি, রাজা চার্লসের ছোটো পুত্র, বাবার ক্যানসার রোগের খবরে মঙ্গলবার লন্ডনে পৌঁছেছেন। যদিও স্বাস্থ্য পরিস্থিতি বাবা ও ছেলের মধ্যে মিল করাতে পারবে কিনা, তা নিয়ে বড়ই সন্দেহ রয়েছে। অন্যদিকে আবার সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের সঙ্গে প্রিন্স হ্যারির সম্পর্কে পরে থাকা ফাটলটি, আদৌ নিরাময় হবে কিনা, তা নিয়েও রয়েছে সন্দেহ। যদিও রাজ পর্যবেক্ষকরা দাবি করছেন যে চার্লসের স্বাস্থ্য চিন্তায় বাবার প্রতি হ্যারির মন গলবে। তবে, রাজ্যপাটের জীবন থেকে হ্যারির বিদায় নিয়ে চলে গিয়ে আবার ফিরে আসাটা প্রিন্স উইলিয়ামের সঙ্গে তাঁর সম্পর্ককে আরও কঠিন করে তুলতে পারে।
সবশেষে বলা যায়, নস্ট্রাডামাসের ভবিষ্যদ্বাণীর সঙ্গে অনেকটাই মিল থেকে যাচ্ছে। রাজা অসুস্থ, প্রাসাদে ফিরেছেন হ্যারি, চার্লসের পর সিংহাসনের উত্তরাধিকার উইলিয়ামের। এবার সময় বলবে, শেষমেশ কে বসবেন সিংহাসনে।