পঞ্জিকা মতে বলা হচ্ছে, ৩০ বছর পর শনিবার পড়েছে মৌনী অমাবস্যা। যা বিশেষ যোগ হিসাবে পরিচিত। শনিকে তুষ্ট করতে যাঁরা উপায় খুঁজছেন, তাঁদের জন্য এই যোগ খুবই কার্যকরী। এমন দিনে গঙ্গা স্নান করে কিছু দান করা খুবই শুভ বলে মনে করা হয়।
1/6মাঘ মাসের মৌনী অমাবস্যাকে ধার্মিক নানান কাজের জন্য বিশেষ মনে করা হয়।পিতৃদেবের শান্তির জন্য এই সময়ে খুবই ভালো। উল্লেখ্য, অমাবস্যাকে বিভিন্ন মাস হিসাবে বিভিন্ন নামে জানা যায়। মাঘ মাসের অমাবস্যাকে বলা হয় মৌনি অমাবস্যা। আর সেই অমাবস্যাই ৩০ বছর পর পড়েছে শনিবার। রয়েছে বিশেষ যোগ।
2/6অমাবস্যা কখন পড়ছে- ২০২৩ সালের ২১ জানুয়ারি পড়ছে অমাবস্যা। সেদিন ভোর ৬.১৭ মিনিটে শুরু হবে অমাবস্যা। এরপর ২২ জানুয়ারি রবিবার দুপুর ২.২২ মিনিটে ওই যোগ সম্পন্ন হবে। উদয় তিথির মান্যতা অনুযায়ী, ২১ জানুয়ারি, ২০২৩ সালে মৌনী অমাবস্যা গোটা দিন ধরে থাকবে।
3/6বিশেষ যোগ- পঞ্জিকা মতে বলা হচ্ছে, ৩০ বছর পর শনিবার পড়েছে মৌনী অমাবস্যা। যা বিশেষ যোগ হিসাবে পরিচিত। শনিকে তুষ্ট করতে যাঁরা উপায় খুঁজছেন, তাঁদের জন্য এই যোগ খুবই কার্যকরী। এমন দিনে গঙ্গা স্নান করে কিছু দান করা খুবই শুভ বলে মনে করা হয়।
4/6বিশেষ যোগ- বৈদিক জ্যোতিষ মতে একটা নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর শনি পরিবর্তন করে নিজের রাশি। কখনও বক্রী অবস্থায়, আবার কখনও সোজা পথে মার্গী হয়ে শনি অবস্থান বদল করে। ২০২৩ সালে মৌনী অমাবস্যার ৪ দিন আগে শনি রাশি পরিবর্তন করবে। কুম্ভে শনির উপস্থিতি এবারের মৌনী অমাবস্যা বিশেষ যোগ ডেকে আনবে।
5/6৩০ বছর পর বিশেষ যোগ- বিশেষ যোগের ফলে ৩০ বছর পর মৌনী অমাবস্যার গুরুত্বই আলাদা হবে। এই সময়ে দান, তীর্থ যাত্রা, ভগবানের নাম শোনার মতো কর্মকাণ্ড খুবই ফলদায়ী হবে বলে মনে করা হয়।
6/6তন্ত্রের জন্য এই সময় শুভ- তন্ত্র সাধনার জন্য এই সময়টি খুবই ভালো। একদিকে সূর্য, চন্দ্র, শুক্রের যুতি অন্যদিকে, উত্তরষড়া নক্ষত্রের উপস্থিতিতে তন্ত্র সাধনা এই অমাবস্যা তিথিকে আরও বেশি বিশেষ করে তুলেছে। উত্তরা নক্ষত্রকে শনির রাশির নক্ষত্র মনে করা হয়। ফলে শিনবার মৌনী অমাবস্যা খুবই মাহাত্ম্য রাখতে চলেছে। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা)