বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024- বিরাট-রোহিত নয়, বিশ্বকাপে যশস্বীকে আউট করতে মুখিয়ে রাজস্থান দলের বিদেশি সতীর্থ

IPL 2024- বিরাট-রোহিত নয়, বিশ্বকাপে যশস্বীকে আউট করতে মুখিয়ে রাজস্থান দলের বিদেশি সতীর্থ

সানরাইজার্সের বিরুদ্ধে ব্যাট হাতে যশস্বী। ছবি- এপি (AP)

বিরাট কোহলি বা রোহিত শর্মা নয়, আসন্ন টি২০ বিশ্বকাপে যশস্বীকেই আউট করতে মুখিয়ে আছেন রাজস্থান রয়্যালস দলের বিদেশি সতীর্থ ট্রেন্ট বোল্ট। কিউয়ি পেসার বলছেন ইংল্যান্ড সিরিজে ভালো খেলেছেন যশস্বী, বিশ্বকাপে তাঁর বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন তিনি।

আর কয়েক সপ্তাহের অপেক্ষা। তারপরই শুরু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপ। ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা হয়ে গেছে দলগুলোর। এখন চলছে ফিনিশিং টাচের পালা। কেউ ব্যস্ত টি২০ সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নিতে, তো কেউ আবার ব্যস্ত আইপিএলের নিজেদের শক্তি যাচাই করতে। অধিকাংশ দেশ অবশ্য আইপিএলেই ক্রিকেটার পাঠিয়েছেন, কারণ এখানে সব দলেই বিভিন্ন দেশের ক্রিকেটাররা থাকায় তাঁদের দেশের ক্রিকেটারদের প্রস্তুতি আরও ভালো হবে মনে করছে অনেক দেশের ক্রিকেট বোর্ড। ২০২৪ আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে সফল দল রাজস্থান রয়্যালস। পয়েন্ট তালিকায় তাঁরা শুধুই নেট রান রেটে পিছিয়ে রয়েছেন এক ম্যাচ কম খেলে। 

এবারে তাঁদের ওপেনিং জুটি সেভাবে ক্লিক না করলেও বাটলার একাই বেশ কয়েকটি ম্যাচ জিতিয়ে দিয়েছেন। যশস্বী জয়সওয়ালও মুম্বইয়ের বিপক্ষে করেছিলেন অনবদ্য শতরান, জিতিয়েছিলেন দলকে। শেষ কয়েকটি সিরিজে জাতীয় দলের হয়েও অনবদ্য পারফরমেন্স করেছেন যশস্বী। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তো ব্রিটিশ বোলারদের নাস্তানাবুদ করে দিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। এবার তাঁর দলেরই বিদেশি সতীর্থ হুঙ্কার দিলেন, বিশ্বকাপের মঞ্চে যশস্বীকে দেখে নেবেন তিনি।

আরও পড়ুন-IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার

এবারের আইপিএলে এখনও পর্যন্ত ১০ ম্যাচে যশস্বী করেছেন ৩১৬ রান। আন্তর্জাতিক ক্ষেত্রে ৯টি টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ১০২৮ রান। ১৭ টি২০ ম্যাচে ৫০২ রান করেছেন উত্তর প্রদেশ থেকে উঠে আসা এই বাঁহাতি ব্যাটার। তাঁর প্রশংসা করেই কিউয়ি তারকা বলছেন, তাঁর অন্যতম পছন্দের ক্রিকেটার যশস্বী। বিশ্বকাপে ওর বিরুদ্ধে খেলার তিনি সুযোগ পাবেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন। বলার অপেক্ষা রাখে না, এবারের আইপিএলে ১০ ম্যাচে ১০ উইকেট নেওয়া বোল্ট মুখিয়ে রয়েছে যশস্বীর উইকেট নেওয়ার জন্যই।

আরও পড়ুন-হার্দিক-জাদেজা নয়, রোহিতের পর ভারত অধিনায়ক হিসেবে শ্রেয়সকে চেয়েছিল বোর্ড, দাবি প্রাক্তন নির্বাচকের

রাজস্থান রয়্যালসের সোশাল নেটওয়ার্কিং সাইটে এক সাক্ষাৎকারে বোল্টকে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রথমে রোহিত-বিরাটদের বাঁহাতি পেসার খেলার দুর্বলতা নিয়ে প্রশ্ন করা হলে বোল্ট বলেন, ‘ আমার মনে হয় না ওদের বাঁহাতি পেসার খেলতে অসুবিধা হয়। এটা ক্রিকেট, এখানে ওরকম হয়ে যায়। আমার ছোট থেকে স্বপ্ন ছিল বিশ্বের সেরা ব্যাটারদের বিরুদ্ধে খেলব আর আউট করব, আমি সেটাই চেষ্টা করি’।

এবারে টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে বাঁহাতি ব্যাটার থাকবেন যশস্বী জয়সওয়াল। কোনও দুর্বলতা খুঁজে পাওয়া গেছে তাঁর, এই প্রশ্নের উত্তরে বোল্ট বলেন,' যশস্বী আমার খুব পছন্দের ক্রিকেটার, শেষ কয়েক মরশুম ধরেই ভালো খেলছে। ওর ভবিষ্যৎ উজ্জ্বল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভালো খেলেছে। বিশ্বকাপ আসছে, সেখানে ওকে বল করার সুযোগ পাব, এখন সেদিকেই তাকিয়ে আছি'।

আরও পড়ুন-হঠাৎই Undertaker-এর ভূমিকায় কেকেআর ক্রিকেটার, মারলেন চোকস্লাম, দেখুন ভিডিয়ো

এবারে নিউজিল্যান্ড দল সবার আগে টি২০ বিশ্বকাপের স্কোয়াড প্রকাশ করেছিল, বোল্ট আশা করছেন দুর্ভাগ্যের মেয়াদ শেষ হবে। এবারই অবশেষে তাঁরা ফাইনালে উঠে বহুকাঙ্খিত ট্রফি জিততে পারবেন। দল বেশ অভিজ্ঞ এবং প্রতিভায় সমৃদ্ধ, তাই তাঁর আশা এবারে ভালো কিছু করে দেখাবে ব্ল্যাক ক্যাপসরা।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

এবারের মতো আইপিএল থেকে বিদায় CSK-র, লম্বা লাফ দিয়ে এলিমিনেটরে কোহলিরা পাক সেনার ৯ গুলি খেয়েও হার মানেনি! চান্দু চ্যাম্পিয়নের বায়োপিকে কার্তিক আরয়ান রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন? HT-তে মুখ খুললেন প্রিয়াঙ্কা CAA-র অধীন নাগরিকত্ব প্রাপ্ত পাকিস্তানি শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ মোদীর গ্রেফতার বিভব! আপ বলছে 'ভুয়ো মামলা', দল 'U Turn' নিয়েছে-ক্ষোভ স্বাতীর বিজেপির প্রকল্পে ১,১৪০ কোটি টাকার ক্ষতি! নিজের সরকারকেই অভিযুক্ত করলেন মন্ত্রী ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা, এই বছরেই সই হবে চুক্তি জুতো ছিঁড়তে নিজেই সেফটিপিন দিয়ে করলেন ঠিক, 'মাটির মানুষ' মমতায় আপ্লুত নেটপাড়া উপহারের নামে প্রতারণা! ইনস্টাগ্রামে ভাই সেজে ২ লক্ষ টাকা ঠকিয়ে নিল ব্যক্তি

Latest IPL News

রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.