সোমবার ফের জ্বলে উঠলেন স্কাই। রাতের অন্ধকারেই ওয়াংখেড়েতে হল সূর্যোদয়। ৩১ রানে ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকছে মুম্বই ইন্ডিয়ান্স, তখন দলের হাল ধরেন সূর্য। ঝোড়ো সেঞ্চুরি করে মুম্বইকে জিতিয়ে মাঠ ছাড়েন। সেই সঙ্গে হার্দিক পান্ডিয়াদের আইপিএলের প্লে-অফের ক্ষীণ আশার পালেও লাগল নতুন হাওয়া। তবে চাপে পড়ল সানরাইজার্স হায়দরাবাদ।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করেও ওয়াংখেড়ের ২২ গজে সুবিধা করতে পারেনি সানরাইজার্স। বরং মুম্বই বোলারদের দাপটে হায়দরাবাদের মিডল অর্ডার একেবারে নাকানিচোবানি খায়। ওপেনর করতে নেমে হায়দরাবাদের ওপেনার ট্র্যাভিস হেডের লড়াইটুকু ছাড়া, নয়ে ব্যাট করতে আসা প্যাট কামিন্সের সৌজন্যে কিছুটা অক্সিজেন পেয়েছিল হায়দরাবাদ। লড়াই করার মতো জায়গায় দলকে পৌঁছে দিয়েছিলেন হায়দরাবাদের অধিনায়ক কামিন্স। বাকিদের হাল তো তথৈবচ।
হায়দরাবাদের ওপেনার ট্র্যাভিস হেড এদিন ৩০ বলে ৪৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৭টি চার এবং একটি ছক্কা। তবে বাকিরা নিরাশ করেছেন। দলের আর এক ওপেনার অভিষেক শর্মা ১৬ বলে ১১ করে আউট হন। ব্যর্থ হন ময়াঙ্ক আগরওয়াল (৬ বলে ৫), হেনরিখ ক্লাসেনও (৪ বলে ২)। চারে নেমে নীতীশ কুমার রেড্ডি কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি ১৫ বলে ২০ করে আউট হয়ে হয়ে যান। মার্কো জানসেন করেন ১২ বলে ১৭ রান। বাংলার শাহবাজ আহমেদের অবদান ১২ বলে ১০। তবে নয়ে নেমে লড়াই করেন অধিনায়ক কামিন্স।
হায়দরাবাদের অধিনায়ক অপরাজিত থাকেন ১৭ বলে ৩৫ রান করে। হাঁকান ২টি চার এবং ২টি ছক্কা। তাঁর সৌজন্যেই নির্দিষ্ট ২০ ওভারে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। এদিন মুম্বইয়ের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া এবং পীযূষ চাওলা। একটি করে উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ এবং অংশুল কম্বোজ।
রান তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সও শুরুর দিকে কেঁপে গিয়েছিল। ৩১ রানে ৩ উইকেট তারা হারিয়ে বসে ছিল। ফের ব্যর্থ হন ইশান কিষান (৭ বলে ৯), রোহিত শর্মা (৫ বলে ৪)। নমন ধীরও (৯ বলে ০) এদিন হতাশ করেন। তবে চতুর্থ উইকেটে তিলক বর্মাকে নিয়ে জুটি গড়েন সূর্যকুমার যাদব। এই জুটিই মুম্বইকে শেষ পর্যন্ত জিতিয়ে মাঠ ছাড়েন। সেই সঙ্গে আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরিও পূরণ করেন সূর্য। ৫১বলে নিজের শতরান পূর্ণ হওয়ার পাশাপাশি, একই সঙ্গে তিনি মুম্বইকে জেতান। ১৭.২ ওভারে ছক্কা হাঁকিয়ে এক ঢিলে দুই পাখি মারেন স্কাই। ১৬ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ৫১ বলে ১০২ করে অপরাজিত থাকেন সূর্য। তাঁর ইনিংসে রয়েছে ১২টি চার এবং ছ'টি ছক্কা। এদিকে ছ'টি চারের সৌজন্যে ৩২ বলে ৩৭ করে অপরাজিত থাকেন তিলক বর্মা। হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন এবং প্যাট কামিন্স ১টি করে উইকেট তুলে নিয়েছেন।