বীর উৎফুল্ল, নাখুশ জারা। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স যে রকম দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরছে, তাতে কেকেআর মালিক শাহরুখ খানের আহ্লাদে আটখানা হওয়াই স্বাভাবিক। তবে পঞ্জাব কিংসের পারফর্ম্যান্সে নিতান্ত হতাশ মালকিন প্রীতি জিন্টা।
নিজের হতাশা চেপেও রাখেননি প্রীতি। তিনি সোশ্যাল মিডিয়ায় কার্যত নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। স্পষ্ট জানিয়েছেন যে, ঘরের মাঠে ম্যাচ জিততে না পারলে ভবিষ্যতেও ভালো ফল করা সম্ভব নয়। খাতায়-কলমে পঞ্জাব কিংস এখনও চলতি আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়নি। তবে প্রীতির কথায় স্পষ্ট যে, তিনি হাল ছেড়ে দিয়েছেন এবার। ভবিষ্যতের প্রসঙ্গ তুলে প্রীতি জিন্টা বুঝিয়ে দিলেন যে, এবছর আর কোনও আশা দেখছেন না তিনি।
সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী প্রীতি জিন্টার কাছে এবছর পঞ্জাবের পারফর্ম্যান্স নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চান। জবাবে প্রীতি কাটছাঁট ভাষায় জানান যে, দলের পারফর্ম্যান্সে তিনি মোটেও খুশি নন। বলিউড তারকা লেখেন, ‘অবশ্যই খুব একটা খুশি নই। আমরা চারটে ম্যাচ হেরেছি শেষ বলে। চোটের জন্য ক্যাপ্টেনকে দলে পাচ্ছি না। কিছু ম্যাচে অসাধারণ খেলেছি, আর কিছু ম্যাচ বলার মতো নয়। ভবিষ্যতে আমরা তখনই ভালো কিছু করে দেখাতে পারব, যদি আমরা নিজেদের হোম ম্যাচ জিততে পারি। চড়াই-উতরাইয়ে সর্বদা পাশে থাকার জন্য সমর্থকদের অনেক ধন্যবাদ।’
বাস্তবিকই, পঞ্জাব কিংসের পারফর্ম্যান্স এবার হোম ম্যাচের তুলনায় অ্যাওয়ে ম্যাচে ভালো। পঞ্জাব এখনও পর্যন্ত ১১টি ম্যাচে ৪টি জয় পেয়েছে। তারা ৬টি হোম ম্যাচে জিতেছে মাত্র ১টি। মুল্লানপুরে দিল্লির বিরুদ্ধে সেই জয় দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করে পঞ্জাব।
তবে পঞ্জাব কিংস তাদের ৫টি অ্যাওয়ে ম্যাচের মধ্যে তিনটিতে জয় তুলে নেয়। উল্লেখ্য, পঞ্জাব কিংস এবছর মোহালি ছেড়ে বেস ক্যাম্প পেতেছে মুল্লানপুরের নতুন স্টেডিয়ামে। এছাড়া তারা হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে ধরমশালাকেও।
আইপিএল ২০২৪-এ পঞ্জাব কিংসের হোম ম্যাচের ফলাফল:-
১. মুল্লানপুরে দিল্লিকে পরাজিত করে।
২. মুল্লানপুরে সানরাইজার্সের কাছে হেরে যায়।
৩. মুল্লানপুরে রাজস্থানের কাছে পরাজিত হয়।
৪. মুল্লানপুরে মুম্বইয়ের কাছে হেরে যায়।
৫. মুল্লানপুরে গুজরাটের কাছে হার মানে।
৬. ধরমশালায় চেন্নাইয়ের কাছে পরাজিত হয়।
আইপিএল ২০২৪-এ পঞ্জাব কিংসের অ্যাওয়ে ম্যাচের ফলাফল:-
১. চিন্নাস্বামীতে আরসিবির কাছে হেরে যায়।
২. একানায় লখনউয়ের কাছে পরাজিত হয়।
৩. আমদাবাদে গুজরাটকে হারিয়ে দেয়।
৪. ইডেনে কেকেআরকে হারিয়ে দেয়।
৫. চিপকে চেন্নাইকে পরাজিত করে।