বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024- ‘ক্রিকেট না খেলে ব্যবসা করলে ওরা আমায় ২০০ শতাংশ ঠকিয়ে দিত’, কাদের কথা বললেন বিরাট? ভিডিয়ো

IPL 2024- ‘ক্রিকেট না খেলে ব্যবসা করলে ওরা আমায় ২০০ শতাংশ ঠকিয়ে দিত’, কাদের কথা বললেন বিরাট? ভিডিয়ো

ফ্যাফ ডুপ্লেসির সঙ্গে বিরাট কোহলি। ছবি- আইপিএল (IPL)

‘ক্রিকেট না খেলে ব্যবসা করলে ওরা আমায় ঠকিয়ে দিত’, বলছেন বিরাট কোহলি। কখন নাকি ব্যবসায় তিনি খুব ভালো নন। এখন একটু তাও বুঝতে শিখেছেন ব্যবসা। ক্রিকেট যদি তিনি না খেলতেন, তাহলে তাঁকে বোকা বানিয়ে দিত সকলে। কিন্তু এখন ধাক্কা আর ধোকা খেয়ে খেয়ে ব্যবসা অনেকটাই শিখেছেন, বলে জানাচ্ছেন কোহলি।

আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। বয়স হলেও তাঁর ব্যাটিং দক্ষতা যে বিন্দুমাত্র কমেনি তার প্রমাণ, আইপিএলের সর্বোচ্চ রানের টেবিল। সেখানে জ্বলজ্বল করছে সবার ওপরে কিং কোহলির নাম। ১১ ম্যাচে ৫৪২ রান করে সবার ওপরেই রয়েছেন কোহলি। গতবার করেছিলেন ৬৩৯ রান। তাঁর দল চ্যাম্পিয়ন হওয়ার মতো কখনই খেলেনা। শুধু বিরাটই যা সম্মান রাখেন ফ্র্যাঞ্চাইজির। এবারও অনেকটা তাই। দল কয়েকদিন আগে পর্যন্ত ছিল একদম তলানিতে। উইল জ্যাকস, বিরাট কোহলিরা কিছু ম্যাচ ব্যক্তিগত নৈপুন্যে জিতিয়ে, আরসিবিকে ভদ্রস্থ জায়গায় এনে দিয়েছেন। সামনে টি২০ বিশ্বকাপ আসছে। সকলেই চাইবেন তাঁর থেকে ভালো পারফরমেন্স। অবশ্য আইসিসি প্রতিযোগিতায় বিরাট খুব একটা দলকে ডোবান না। গত বিশ্বকাপেও ছিলেন অসাধারণ ছন্দে।

সব থেকে বড় কথা, কদিন আগেই ধারাভাষ্যকারদের বিরুদ্ধে মুখ খুলেছেন কোহলি। স্ট্রাইক রেট ইস্যুতে বিরাটকে নিয়ে সমালোচনা করায় তিনি গুজরাট ম্যাচের পর সরাসরি ধারাভাষ্যকারদের একাংশকে একহাত নেন। এরপর তা গায়ে লেগে যায় সম্প্রচারকারী সংস্থার হয়ে কাজ করা সুনীল গাভাসকরের। তিনিও পাল্টা বিরাটের নিন্দা করেন। কিন্তু বিরাট তাঁকে উদ্দেশ্য করে আদৌ কিছু বলতে চাননি। ফলে বিরাট নিশ্চয় ভিতরে ভিতরে চাইছেন, বিশ্বকাপেই এর জবাব দিতে। এরই মধ্যে এক মজাদার তথ্য সামনে এল তারকা ব্যাটারের। বিরাট নাকি ব্যবসায় এতটাই কাঁচা যে তাঁকে সবাই ঠকিয়ে দেবে।

আরও পড়ুন-IPL 2024-'ধোনিকে খুব সম্মান করি', গোল্ডেন ডাকের পরেও উচ্ছাস করলেন না কিংসদের এই ক্রিকেটার

সম্প্রতি এক অনুষ্ঠানে দলের সতীর্থ ফ্যাফ ডুপ্লেসি ও মহম্মদ সিরাজকে নিয়ে গেছিলেন বিরাট কোহলি। সেখানে সঞ্চালকের প্রশ্নের মুখে পড়েন কোহলি। তাঁকে প্রশ্ন করা হয় যদি ক্রিকেটার না হতেন, তাহলে তিনি কোন ফিল্ডে নিজের কেরিয়ার তৈরি করতেন, অর্থাৎ তাঁর দ্বিতীয় কোনও পেশায় মনোযোগ ছিল কিনা? অথবা ব্যবসা করতেন কিনা, তখনই বিরাট বলেন অনেক ধাক্কা আর ধোকা খেতে খেতে ব্যবসা করা শিখেছেন। ভাইরাল সেই ভিডিয়ো।

আরও পড়ুন-IPL 2024- ফের একটা ফ্লাইং কিস হয়ে যাক? ১ ম্যাচ ব্যানের পরে রানাকে ট্রোল KKR তারকার

মজার ছলেই কোহলি বলেন, ‘ জানিনা ভাই, কিছু না কিছু করতাম। হয়ত কোথাও ব্যবসাই করতাম। তবে সত্যি কথা বলছি, কখনও ভাবিনি। ব্যবসা একদমই পারতাম না। এখন তাও একটু একটু পারি, কিন্তু বিনা ক্রিকেটে যদি ব্যবসা করতাম, তাহলে সবাই আমায় ২০০ শতাংশ বোকা বানিয়ে দিত। তবে এখন একটু ধাক্কা আর ধোকা খেয়ে, ব্যবসা বুঝতে শিখেছি’।

আরও পড়ুন-ICC T20 World Cup-টি২০ বিশ্বকাপে নাশকতার ছক পাকিস্তানের জঙ্গি সংগঠনের, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানাল ICC

বিরাট বর্তমানে বেশ কয়েকটি সংস্থায় বিনিয়োগ করেছেন। Rage Coffee, WROGN, Blue Tribe-এর মতো বিভিন্ন সংস্থায় অর্থ ঢেলেছেন কোহলি। সেগুলো বর্তমানে চলছে রমরমিয়েই।

ক্রিকেট খবর

Latest News

মাঝ আকাশে বিমান, আচমকাই চালু বড়দের সিনেমা,যৌনতার ছড়াছড়ি, বন্ধও করা যাচ্ছিল না গোপনে খবর পেয়ে বিজেপি রাজ্য সভাপতির দাবি, দশেরার পরই ইস্তফা দেবেন সিদ্দারামাইয়া! ১৪ অগস্টের রাতে আরজি করে হামলার ঘটনায় ধৃত ৫০ জনকে জামিন দিল শিয়ালদা আদালত দোরমা নয়, এবার পাতে থাক পটল পাতুরি! জমে উঠুক ষষ্ঠীর দুপুর শুধু চোটের জন্য নয়, আরও এক কারণে অবসর দীপার! জানালেন কোচ বিশ্বেশ্বর নন্দি… পুজোয় ভিন্ন মাংসের স্বাদ নিন, রাঁধুন হাঁসের মাংসের স্পেশাল ভুনা! জানুন রেসিপি একঘেয়ে ঝোল নয়, নবমী দুপুরে তাক লাগান রাজস্থানি জংলি মটন রেঁধে, রইল রেসিপি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে সংশয়! তবু স্বপ্ন দেখছেন PCB চেয়ারম্যান আরজি কর কাণ্ডে মিলেছে কোনও নয়া সূত্র? জেলে ফের জেরার মুখে পড়বেন সন্দীপ ঘোষ করণের থেকে ধর্মা প্রোডাকশনের অধিকাংশ স্টেক কিনে নিতে পারে সারেগামা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.