শনি বক্রী হতে চলেছে ৫ জুন। তার জেরে বহু রাশি আর্থিক, সম্পত্তির দিক থেকে ব্যাপকভাবে লাভের মুখ দেখবে। এমন কিছু রাশি রয়েছে, যারা বিভিন্নভাবে উপকার সবচেয়ে বেশি পেতে চলেছে শনির বক্রী হওয়ার কারণে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি শনির বক্রী হওয়ার ফলে লাভবান হতে চলেছে।
1/5ন্যায় ও কর্মফলদাতা শনির প্রতিটি পদক্ষেপেই কিছু না কিছু প্রভাব সমস্ত রাশিতে পড়তে থাকে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভবান হতে থাকেন। আসন্ন সময়ে শনির বক্রী চাল আসতে চলেছে। যার ফলে একাধিক রাশি লাভবান হতে চলেছে। দেখে নেওয়া যাক, শনির বক্রী চালের ফলে কোন কোন কোন রাশি লাভের মুখ দেখতে চলেছে।
2/5শনি বক্রী হতে চলেছে ৫ জুন। তার জেরে বহু রাশি আর্থিক, সম্পত্তির দিক থেকে ব্যাপকভাবে লাভের মুখ দেখবে। এমন কিছু রাশি রয়েছে, যারা বিভিন্নভাবে উপকার সবচেয়ে বেশি পেতে চলেছে শনির বক্রী হওয়ার কারণে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি শনির বক্রী হওয়ার ফলে লাভবান হতে চলেছে।
3/5সিংহ- আপনার গোচর কোষ্ঠীতে সপ্তমভাবে বক্রী হচ্ছেন শনিদেব। এরফলে শশ রাজযোগ তৈরি হচ্ছে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আইন মোকদ্দমার মামলায় পাবেন সাফল্য। অবিবাহিতদের বিবাহের যোগ আসবে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, অংশিদারির ব্যবসায় সাফল্য পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5তুলা- আপনার রাশিতে পঞ্চমভাবে বক্রী হতে চলেছেন শনিদেব। এই সময় কোনও গাড়ি বা সম্পত্তি কিনে ফেলতে পারেন। সন্তানের দিক থেকে কোনও শুভ খবর পেতে পারেন। বাবার দিক থেকে কোনও পৈতৃক সম্পত্তি পেতে পারেন। পারিবারিক ব্যবসার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের জন্য এই সময়কাল খুবই গুরুত্বপূর্ণ।
5/5মীন- এই সময় কোনও সফল বিদেশযাত্রা হতে পারে। শনির বক্রী চাল ব্যবসায়ীদের জন্য বেশ লাভদায়ক হতে পারে। শনির বক্রী চালের ফলে ব্যবসায়ীরা বিশেষভাবে ফল লাভ করবেন। এই সময় আপনার আত্মবিশ্বাসে বৃদ্ধি দেখা যেতে পারে। আপনার নানান ইচ্ছা পূরণ হবে এই সময়। নতুন কোনও কাজ শুরু হবে এই সময়। তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। ( এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।) (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)