শনির এই গোচরের ফলে শশ মহাপুুরুষ রাজযোগ তৈরি হতে চলেছে। যারফলে বহু রাশিতে আর্থিক ভাগ্যে ব্যাপক লাভ হতে পারে। কোন কোন রাশিতে এই লাভ হবে তা দেখে নেওয়া যাক।
1/6বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে শশ মহাপুরুষ রাজযোগ একাধিক রাশির জন্য লাভদায়ক হতে পারে। আর এই শশ মহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে শনির অবস্থানের ফলে। বর্তমানে শনি রয়েছে কুম্ভ রাশিতে। আর সেই রাশিতে ২০২৫ পর্যন্ত বিরাজমান থাকার কথা শনির। এরফলে কী কী লাভ হতে পারে কোন কোন রাশিতে দেখা যাক।
2/6শনির এই গোচরের ফলে শশ মহাপুুরুষ রাজযোগ তৈরি হতে চলেছে। যারফলে বহু রাশিতে আর্থিক ভাগ্যে ব্যাপক লাভ হতে পারে। কোন কোন রাশিতে এই লাভ হবে তা দেখে নেওয়া যাক।
3/6মেষ- এই রাশির জাতক জাতিকার ভাগ্যে মহাপুরুষ রাজযোগ খুবই কার্যকরী হতে চলেছে। এই রাশির জাতক জাতিকারা সমস্ত দিক থেকে পেতে পারেন সাফল্য। আর্থিক সমস্যা থেকে পেতে পারেন মুক্তি। আয়ের নতুন নতুন রাস্তা বের হতে পারে।
4/6বৃষ- চাকরি ও কেরিয়ারের দিক থেকে এই সময়কাল দারুন ভালো। ভাগ্যের সহযোগিতা প্রতিটি ক্ষেত্রে পাবেন। বহুদিন ধরে আটকে থাকা কাজ এই সময় হবে সম্পন্ন। আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হবে। পোক্ত হবে আর্থিক অবস্থা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
5/6কন্যা- রাশির ষষ্ঠভাবে রয়েছে শশ মহাপুরুষ যোগ। এই রাশির জাতক জাতিকাদের সাহস বাড়তে শুরু করবে। কর্মস্থলে আপনার কাজে প্রশংসা পেয়ে আধিকারিকদের পদোন্নতি ও ব্যবসা হতে পারে। এরসঙ্গে ব্যবসাতেও লাভ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
6/6কুম্ভ- ২০২৫ সাল পর্যন্ত এই রাশিতে থাকবেন শনি। এতে শশ মহাপুরুষ যোগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ দামি প্রমাণিত হতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। দাম্পত্য জীবনে টানাপোড়েন থেকে মুক্তি পাবেন। আর্থিক পরিস্থিতি খুব ভালো দিকে যাবে। বিনিয়োগ করলে পাবনে লাভ। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)