বাংলা নিউজ > ভাগ্যলিপি > শনির আশীর্বাদে চলতি বছর তিনটি রাশি থাকবে ভাগ্যবান, জানুন বিস্তারে
জ্যোতিষে শনিকে পাপী ও নিষ্ঠুর গ্রহ বলা হয়। শনির অশুভ প্রভাবের কারণে ব্যক্তিকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। আবার শুভ শনি ব্যক্তির জীবন পাল্টে দিতে পারে। জ্যোতিষ গণনা অনুযায়ী চলতি বছর অর্থাৎ ২০২১ সালে শনি কিছু রাশির ওপর প্রসন্ন আছেন। শনির আশীর্বাদে বছরের শেষ পর্যন্ত এই রাশির জাতকদের লাভ হবে। কোন রাশির ওপর শনির আশীর্বাদ থাকছে, তা জেনে নিন—
বৃষ
- এই বছর বৃষ রাশির জাতকদের ওপর শনি প্রসন্ন আছেন।
- পারিবারিক জীবন সুখে কাটবে।
- বাড়ি বা গাড়ি কিনতে পারেন।
- শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িতদের জন্য সময় আশীর্বাদের চেয়ে কোনও অংশে কম নয়।
- আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে।
- পরিশ্রম করলে সাফল্য অর্জন করবেন।
বৃশ্চিক
- শনির বিশেষ আশীর্বাদ থাকছে এই রাশির জাতকদের ওপর।
- কাজে সাফল্য অর্জন করবেন।
- পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।
- আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে।
- ভাগ্যের পূর্ণ সহযোগিতা লাভ করবেন।
মীন
- শনির আশীর্বাদে মীন রাশির জাতকদের জন্য সময় ভালো।
- শত্রুদের পরাজিত করবেন।
- শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িতদের জন্য সময় ভালো।
- আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
- কর্মক্ষেত্রে সকলে আপনার প্রশংসা করবেন।
- স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।