সুন্দরবন মানেই বাঘের আতঙ্ক। সুন্দরবনে প্রায়ই লোকালয়ে বাঘ চলে আসার খবর পাওয়া যায়। তাছাড়া, নদীমাতৃক সুন্দরবনে কুমিরের আতঙ্ক তো রয়েছে। আর এই সবের মধ্যে রয়েছে, বিষধর কালাচ, কেউটে সাপের আতঙ্ক। এই সব জীব জন্তুদের আতঙ্ক সুন্দরবনের বাসিন্দাদের নিত্য সঙ্গী। সেই আতঙ্কের মধ্যেই এবার নতুন করে একটি ভয়ঙ্কর প্রাণীর আতঙ্ক ছড়াল সুন্দরবনের পাথরপ্রতিমার বাসিন্দাদের মনে। সেখানে দেখা মিলল পাহাড়ি এলাকার বিশাল আকার একটি পাইথন বা মায়াল সাপ, যেটি লম্বায় ১৩ ফুট। বিশালাকার এই সাপকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। যদিও পরে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদফতর।
আরও পড়ুন: ভয়ানক! কাঁধে পাইথন নিয়ে নাচ, তারপর যা হল...ধরা পড়ল ভিডিয়োয়
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনকার মতো পাথরপ্রতিমার উপেন্দ্র নগরের বাসিন্দা শঙ্কর সামন্ত তাঁর ফিশারিতে জাল পেলে মাছ ধরতে গিয়েছিলেন। জাল তুলতেই তিনি দেখেন বিশালকার এই ময়াল সাপটি জালে আটকে গিয়েছে। এত বড় সাপ দেখে কার্যত আতঙ্কে শিউরে উঠেছিলেন ওই ব্যক্তি। তিনি চিৎকার করতে শুরু করেন। তাঁর চিৎকার শুনে সেখানে ছুটে আসেন আশেপাশের স্থানীয়রা। সাপটিকে দেখার জন্য সেখানে প্রচুর মানুষের ভিড় জমে। পরে খবর দেওয়া হয় বনদফতরে। বনকর্মীরা খবর পেয়ে সেখানে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।তবে ওই এলাকায় কীভাবে এত বড় ময়াল সাপ এল? তা নিয়ে রীতিমতো আতঙ্কিত স্থানীয় মানুষজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একইসঙ্গে আতঙ্কিত সেখানকার মানুষজন। বনদফতর সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার পর সাপটিকে ছেড়ে দেওয়া হবে।
উল্লেখ্য, সুন্দরবনে এর আগেও ময়াল সাপ দেখা গিয়েছে। এর আগে সুন্দরবনের ঝড়খালিতে দেখা মিলেছিল একটি ময়াল সাপের। সেখানে মাস্টারপাড়া গ্রামের একটি ধান খেতে সাপটি ঢুকে পড়েছিল। স্থানীয় চাষিরা সাপটিকে দেখে বন দফতরকে খবর দেন৷ বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে। সেটির শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। জানা যায়, ধান খেতে কাজ করতে গিয়েছিলেন চাষিরা। সেসময় আচমকাই তাঁরা একটি আওয়াজ শুনতে পান। এরপরই তাঁরা খুঁজতে শুরু করেন কীসের আওয়াজ পাওয়া যাচ্ছে। তাপরেই ওই সাপটিকে তাঁরা দেখতে পান। সেই ঘটনাকে কেন্দ্র করেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। তবে সাপটি উদ্ধার হওয়ায় স্থানীয়দের আতঙ্ক কাটে।