বাংলা নিউজ > ক্রিকেট > Delhi Capitals Beat Mumbai Indians: ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের

Delhi Capitals Beat Mumbai Indians: ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের। ছবি- পিটিআই।

Delhi Capitals vs Mumbai Indians, IPL 2024: কোটলায় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর ম্যাচে মরশুমের দ্রুততম হাফ-সেঞ্চুরি করেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। দল হারায় ব্যর্থ হয় তিলক বর্মার মারকাটারি অর্ধশতরান।

চলতি আইপিএলে ফের হার মুম্বই ইন্ডিয়ান্সের। এবার অ্যাওয়ে ম্যাচে রীতিমতো লড়াই করে দিল্লি ক্যাপিটালসের কাছে মাথা নত করেন হার্দিক পান্ডিয়ারা। ৯ ম্যাচে মুম্বইয়ের এটি ৬ নম্বর হার। অন্যদিকে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করে লিগ টেবিলে তুলনায় স্বস্তিজনক জায়গায় পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস।

শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৫৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার দলগত আড়াইশো রানের গণ্ডি টপকায় দিল্লি। সুতরাং, ইন্ডিয়ান প্রিমিয়র লিগে এটিই ক্যাপিটালসের সর্বোচ্চ দলগত ইনিংস।

ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি করেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। যদিও নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন ক্যাপিটালসের অজি তারকা। ম্যাকগার্ক ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ১৫ বলে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকান। চলতি আইপিএলে এটিই সব থেকে কম বলে হাফ-সেঞ্চুরির যুগ্ম রেকর্ড। তিনি এক্ষেত্রে নিজের গড়া রেকর্ডই ছুঁয়ে ফেলেন। এর আগে চলতি আইপিএলে দিল্লিতেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৫ বলে অর্ধশতরান করেন ফ্রেজার।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচে ৮৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মাঠ ছাড়েন জ্যাক ফ্রেজার। ২৭ বলের ধুমধাড়াক্কা ইনিংসে ম্যাকগার্ক ১১টি চার ও ৬টি ছক্কা মারেন। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন ত্রিস্তান স্টাবস। তিনি ২৫ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। মারেন ৬টি চার ও ২টি ছক্কা।

আরও পড়ুন:- 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় মারলেন স্টাবস, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে- ভিডিয়ো

এছাড়া ২৭ বলে ৩৬ রান করেন অভিষেক পোড়েল। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ১৭ বলে ৪১ রান করেন শাই হোপ। তিনি ৫টি ছক্কা হাঁকান। ১৯ বলে ২৯ রান করেন ঋষভ পন্ত। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১১ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল।

মুম্বইয়ের হয়ে ১টি করে উইকেট নেন লিউক উড, জসপ্রীত বুমরাহ, পীযূষ চাওলা ও মহম্মদ নবি। উইকেট পাননি নুয়ান তুষারা ও হার্দিক পান্ডিয়া। উড একটি উইকেট পেলেও ৪ ওভারে ৬৮ রান খরচ করেন। তুষারা ৪ ওভারে ৫৬ রান খরচ করেন।

আরও পড়ুন:- Fastest Fifty In IPL 2024: চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন জ্যাক ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড

পালটা ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানে আটকে যায়। ১০ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ হারে মুম্বই। দল হারায় ব্যর্থ হয় তিলক বর্মার মারকাটারি হাফ-সেঞ্চুরি। তিলক ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৬৩ রান করে আউট হন।

আরও পড়ুন:- Nepal Beat West Indies-A: ক্যাপ্টেন রোহিতের ধ্বংসাত্মক শতরান, ক্যারিবিয়ানদের ২০৪ রান তাড়া করে T20 জিতল নেপাল

হার্দিক পান্ডিয়া ২৪ বলে ৪৬ রান করে আউট হন। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া ইশান কিষান ২০, রোহিত শর্মা ৮, সূর্যকুমার যাদব ২৬, নেহাল ওয়াধেরা ৪, টিম ডেভিড ৩৭, মহম্মদ নবি ৭, পীযূষ চাওলা ১০ ও লিউক উড অপরাজিত ৯ রান করেন।

দিল্লির রসিখ সালাম ৩৪ রানে ৩ উইকেট দখল করেন। ৫৯ রানে ৩টি উইকেট নেন মুকেশ কুমার। ৪৫ রানে ২টি উইকেট নেন খলিল আহমেদ। ম্যাচের সেরা হন জ্যাক ফ্রেজার।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

Bangladesh বনাম Zimbabwe ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? কার কথায় ইশান ও শ্রেয়সকে চুক্তি থেকে বাদ দিয়েছে BCCI, খোলসা করলেন জয় শাহ Fact Check: নকল আঙুলের সাহায্যে ভোটে কারচুপির প্ল্যান? ভাইরাল ছবির সত্যতা জানুন মাতৃ দিবসে মাকে জানান বুক ভরা ভালোবাসা, সেলিব্রেট করুন হ্যাপি মাদার্স ডে রেগুলার ভাজাভুজি খান? আপনার আয়ু ৩০ বছর পর্যন্ত কমে যেতে পারে 'বিয়ের আংটির সঙ্গে তুলনা অবান্তর...' শাঁখা-পলা বিতর্কে সরব পিয়া-ইমন-উষসীরা সানরাইজার্সের সঙ্গে সম্পর্ক ভালো নয়, তবু পুরোনো দলকে প্লে অফের দৌড়ে রাখছেন লারা হাওড়া–হাটিয়া এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু গজরাজের, রেল–বন দফতরে চলছে দোষারোপ সোনা কেনার টাকা নেই! সৌভাগ্য ফেরাতে কিনুন এই সস্তার জিনিস সোহেল, আরবাজের পর অর্পিতারও ডিভোর্স? সংসারের ভাঙনের খবরে মুখ খুললেন আয়ুশ শর্মা

Latest IPL News

সানরাইজার্সের সঙ্গে সম্পর্ক ভালো নয়, তবু পুরোনো দলকে প্লে অফের দৌড়ে রাখছেন লারা বেশি চাপ দিলে ধোনি টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে… হঠাৎ কেন একথা বললেন ফ্লেমিং? পরের IPL-এ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে BCCI, ইঙ্গিত জয় শাহর IPL 2024-বাবা বারণ করেছেন! তাই উইকেট নিয়ে উচ্ছাস দেখান না, রহস্য ফাঁস নারিনের IPL 2024- ‘বিরাট মাঠে নামলেই সবাইকে দেখিয়ে দেবে,ও ঠিক কি’! হঠাৎ কেন বললেন শামি ধোনির স্তুতি! মাহির জন্য কবিতা লিখে গান গাইলেন Gangs of Wasseypur-এর এই অভিনেতা ‘ক্রিকেটারদেরও মান সম্মান আছে’, রাহুলের পাশে দাঁড়িয়ে গোয়েঙ্কাকে এক হাত শামির ৩৫-এর বিরাট যেন মানুষ নয় যন্ত্র, রান মেশিন কোহলি তাক লাগালেন সুপার রান আউট করে ৫০ করেই মাঠের মাঝখানে গানশট সেলিব্রেশন করলেন রিলি রসউ, পালটা দিলেন বিরাট কোহলি নিজেকে ধোনি মনে করছেন, হার্দিকের অধিনায়কত্বে অহংকার দেখা যাচ্ছে- ডি'ভিলিয়ার্স

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.