শুভব্রত মুখার্জি:- বিশ্ব ক্রীড়ার জগতে অন্যতম দুই তারকা ক্রিস্টোফার হেনরি গেইল এবং উসেইন বোল্ট। একজন মাতিয়েছেন বিশ্ব ক্রিকেটের মঞ্চকে।অপরজন মাতিয়েছেন বিশ্ব অ্যাথলেটিক্সের মঞ্চকে। বিশ্বের দ্রুততম মানব বোল্ট। ক্রিকেটের প্রতিও রয়েছে তাঁর ভালোবাসা। সেকথা বারবার তিনি প্রকাশ্যেই স্বীকার করেছেন। আর তাঁর খুব কাছের বন্ধু টি-২০ বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল।সেই গেইল এবার এক অদ্ভুত দাবি করে বসেছেন। বেশ মজার ছলে তাঁর দাবি তাঁর বন্ধু বোল্ট নাকি তাঁর সঙ্গে ১০০ মিটার দৌড়াতে ভয় পান।
প্রসঙ্গত বিশ্ব ইতিহাসে দ্রুততম মানব বোল্টের রেকর্ড রয়েছে ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ানোর।অলিম্পিকে ৮টি সোনা জিতেছেন বোল্ট।এই বোল্টকেই নাকি দৌড়ের আমন্ত্রণ করেছিলেন ক্রিস গেইল। আর বোল্ট নাকি তাঁর আমন্ত্রণ রাখছেনই না।কারণ অবশ্যই তাঁর প্রতি ভয়।এমনটাই দাবি করেছেন ক্রিস গেইল। ঘটনাচক্রে বোল্ট এবং গেইল দুজনেই জামাইকান।দীর্ঘ দিনের বন্ধুও তাঁরা। বোল্টকে ১০০ মিটারে দৌড়ের যে আমন্ত্রণ জানিয়েছেন সেই ‘গল্প’টা সম্প্রতি আইসিসিকে জানিয়েছেন গেইল। আগামী জুনে আইসিসির টি-২০ বিশ্বকাপের শুভেচ্ছাদূত এই দুই ক্রীড়াবিদ। গতকাল বোল্টকে শুভেচ্ছাদূত হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পর একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেখানেই গেইল এই কথাটি জানিয়েছেন।
আরও পড়ুন-IPL 2024- পঞ্জাবের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ, তবু কেন আম্পায়ারের ওপর চটলেন গৌতম গম্ভীর? ভিডিয়ো
গেইল জানিয়েছেন ‘উসেইন বোল্ট আমাকে একটা চ্যারিটি ম্যাচে আউট করেছিল। আমিও তাঁকে একটি ম্যাচে আমন্ত্রণ জানিয়েছিলাম। বোল্ট ভালো একটা বাউন্সার করেছিল। বেশ ভালো একটা বাউন্সার ছিল বলটা।আমি মিথ্যা কথা বলব না—আমি ছেড়ে দিয়েছিলাম বলটা। এরপর মনে হয় আমরা তো সিরিয়াস ম্যাচ খেলছি না। তাহলে আমি এটা কী করছি! ফলে আমি বোল্টের বিরুদ্ধে মেরে খেলা শুরু করি।একটা বা দুটা ছয়ও মারি। সঙ্গে কয়েকটি চার ও মেরেছিলাম। শেষ পর্যন্ত ইনসাইড-এজ লেগে আমি বোল্ড হয়ে যাই।' যার জবাবে বোল্টের জানিয়েছেন ‘ইউটিউবে ম্যাচটা রয়েছে। অস্বীকার তো করতে পারবে না ও (গেইল)।'
আরও পড়ুন-বয়স বাড়ছে, তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের
যার জবাবে গেইল ফের বলেন ‘আমি তো সেটাই বললাম।তুমি আউট করেছ আমাকে। আমি এবার ট্র্যাকে (তোমার সঙ্গে) দৌড়াতে চাই। কিন্তু আজ পর্যন্ত আমাকে ১০০ মিটারের ট্র্যাকে বোল্ট দেখতে চায় না। এখনো আমাকে ভয় পায়। কারণ আমি সহজেই বোল্টকে হারাতে পারব!’
আরও পড়ুন-IPL 2024-এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ
গেইলের দাবি শুনে অট্টহাসি হেসেছেন বোল্ট। হাসতে হাসতে তিনি বলেছেন, ‘আমরা সবাই জানি, ক্রিস দৌড়াতে পারে না। ক্রিস দ্রুত সিঙ্গেলস বা এমনি রান নেয় না। আমি ক্রিসকে নিয়ে চিন্তিত নই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।