রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে বারবার অভিযোগ করছে বিরোধীরা। এই নিয়ে একসুরে সরব বাম – বিজেপি - কংগ্রেস। এমনকী রাজ্য সফর থেকে ফিরে, ‘পশ্চিমবঙ্গে আইনের শাসন নয়, শাসকের আইন চলছে।’ সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে একাধিক জায়গা উঠেছে একই রকম অভিযোগ। ব্যতিক্রম হল না ২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ স্মরণের দিনটাও। সেদিনও শাসকদল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে রাজ্যে যেন একুশে আইন।
২১ জুলাই কলকাতা মুখি তৃণমূল কর্মীদের গাড়ি থেকে টোল নেওয়া হয়নি বলে একাধিক জায়গা থেকে অভিযোগ এসেছে। গাড়িতে ঘাসফুলের ঝান্ডা বাঁধা থাকলেই কেল্লা ফতেহ। ফুসমন্তরে খুলে যাচ্ছে টোল প্লাজার দরজা। এমনই ছবি এসে পৌঁছেছে হিন্দুস্তান টাইমস বাংলার কাছে। যেখানে আসানসোল থেকে কলকাতামুখি গাড়িগুলিকে টোল না দিয়েই ছেড়ে দেওয়া হচ্ছে ১৯ নম্বর জাতীয় সড়কের রাজবাঁধ টোল প্লাজা থেকে। টোল প্লাজার এক কর্মী বলেন, আজ মিটিং আছে। অফিসের নির্দেশে দলীয় পতাকা লাগানো গাড়ি যেগুলি মিটিংয়ে যাচ্ছে তাদের টোল নেওয়া হচ্ছে না।
এ তো গেল টোল প্লাজার কর্মীর কথা। কিন্তু তৃণমূলের জন্য যে আইন আলাদা তা নিজে মুখে স্বীকার করলেন ভাঙড়ের তৃণমূল নেতা মোদাসসের হোসেন। অশান্তি থামাতে ভাঙড়ে অনির্দিষ্টকালের জন্য জারি রয়েছে ১৪৪ ধারা। তার মধ্যে কী ভাবে ২১ জুলাইয়ের সমাবেশে যাওয়ার জন্য জমায়েত করছেন তৃণমূল কর্মীরা। কী ভাবে ১৪৪ ধারা জারি থাকলেও তৃণমূল কর্মীরা জমায়েত করার অনুমতি পাচ্ছেন? প্রশ্নের উত্তরে মোদাসসের হোসেন বলেন, ‘ভাঙড়ে ১৪৪ ধারা আছে কিন্তু তৃণমূলের মিটিং এর জন্য ছাড় আছে’। একই সঙ্গে তিনি দাবি করেন, ‘ডিম ভাত বা বিরিয়ানির জন্য কেউ তৃণমূল করে না। আজ আমাদের আনন্দের দিন, শহিদ দিবস। তাই সব কর্মীরা আনন্দ করছে’।