রয়্যাল বেঙ্গল টাইগারের হানায় জখম হলেন এক বনকর্মী। সুন্দরবন লাগোয়া গোসাবা এলাকায় বাঘের থাবায় আহত হয়েছেন তিনি। আহত বনকর্মীকে কাছেই একটি হাসপাতালে ভরতি করানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। বাঘের আক্রমণে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এলাকায় লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতের চরঘেড়িতে গত শুক্রবার সকালে বাঘ ঢুকেছিল। গ্রামবাসীদের ধারণা, ঝিলার জঙ্গল থেকে নদী পেরিয়ে বাঘটি এলাকায় ঢুকেছিল। শনিবার ফের বাঘটিকে দেখা যায়। ইতিমধ্যে বাঘের থাবায় পার্থ হালদার নামে এক বনকর্মী আহত হয়েছেন। তিনি ফরেস্ট গার্ড পদে কর্মরত ছিলেন।
বন বিভাগ সূত্রে খবর, বাঘটিকে এখনও ধরা সম্ভব হয়নি। এদিন সাতজেলিয়া এলাকায় বাঘটিকে ফের দেখা গিয়েছে। বাঘটিকে খাঁচাবন্দি করতে তৎপর হয়েছেন বন বিভাগের কর্মীরা। পটকা ফাটিয়ে বাঘটিকে এলাকা থেকে বের করার চেষ্টা চলছে। পাশাপাশি গ্রামে সতর্কতামূলক প্রচারও চালানো হচ্ছে। কিন্তু এখনও সেই কাজে সফল হয়নি বন বিভাগের কর্মীরা।
এদিকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা তাপস দাস জানান, ‘শুক্রবার রাতে ওই এলাকায় আলো জ্বালিয়ে রাখা হয়েছিল। খুব তাড়াতাড়ি বাঘটিকে ধরার চেষ্টা চালানো হচ্ছে। বাঘটিকে ধরে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।’ কিছুদিন আগে মৈপীঠে বাঘের হানায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত কয়েক ঘণ্টার চেষ্টায় বাঘটিকে খাঁচা বন্দি করা যায়। এরপর ফের কুলতলিতে আরও একটি পূর্ণবয়স্ক বাঘ দেখা যায়। কয়েকদিনের চেষ্টায় ঘুমপাড়ানি ইনজেকশান দিয়ে বাঘটিকে কাবু করা সম্ভব হয়।