বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নদী পেরিয়ে গ্রামে ঢুকে বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, গোসাবায় বাড়ছে আতঙ্ক

নদী পেরিয়ে গ্রামে ঢুকে বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, গোসাবায় বাড়ছে আতঙ্ক

আহত বনকর্মী।

রয়্যাল বেঙ্গল টাইগারের হানায় জখম হলেন এক বনকর্মী। সুন্দরবন লাগোয়া গোসাবা এলাকায় বাঘের থাবায় আহত হয়েছেন তিনি। আহত বনকর্মীকে কাছেই একটি হাসপাতালে ভরতি করানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। বাঘের আক্রমণে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এলাকায় লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতের চরঘেড়িতে গত শুক্রবার সকালে বাঘ ঢুকেছিল। গ্রামবাসীদের ধারণা, ঝিলার জঙ্গল থেকে নদী পেরিয়ে বাঘটি এলাকায় ঢুকেছিল। শনিবার ফের বাঘটিকে দেখা যায়। ইতিমধ্যে বাঘের থাবায় পার্থ হালদার নামে এক বনকর্মী আহত হয়েছেন। তিনি ফরেস্ট গার্ড পদে কর্মরত ছিলেন।

বন বিভাগ সূত্রে খবর, বাঘটিকে এখনও ধরা সম্ভব হয়নি। এদিন সাতজেলিয়া এলাকায় বাঘটিকে ফের দেখা গিয়েছে। বাঘটিকে খাঁচাবন্দি করতে তৎপর হয়েছেন বন বিভাগের কর্মীরা। পটকা ফাটিয়ে বাঘটিকে এলাকা থেকে বের করার চেষ্টা চলছে। পাশাপাশি গ্রামে সতর্কতামূলক প্রচারও চালানো হচ্ছে। কিন্তু এখনও সেই কাজে সফল হয়নি বন বিভাগের কর্মীরা।

এদিকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা তাপস দাস জানান, ‘‌শুক্রবার রাতে ওই এলাকায় আলো জ্বালিয়ে রাখা হয়েছিল। খুব তাড়াতাড়ি বাঘটিকে ধরার চেষ্টা চালানো হচ্ছে। বাঘটিকে ধরে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।’‌ কিছুদিন আগে মৈপীঠে বাঘের হানায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত কয়েক ঘণ্টার চেষ্টায় বাঘটিকে খাঁচা বন্দি করা যায়। এরপর ফের কুলতলিতে আরও একটি পূর্ণবয়স্ক বাঘ দেখা যায়। কয়েকদিনের চেষ্টায় ঘুমপাড়ানি ইনজেকশান দিয়ে বাঘটিকে কাবু করা সম্ভব হয়।

বাংলার মুখ খবর

Latest News

চেন্নাইয়ে অনুশীলন শুরু করল টিম ইন্ডিয়া! গম্ভীরের ক্লাসে অমনোযোগী কোহলি একই পোশাকে ১ মাসের ওপরে কাটাল সঞ্জয়, গায়ের দুর্গন্ধে নাজেহাল তদন্তকারীরা রাজ্যের উপর আস্থা নেই, দাবি পূরণে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে কী লিখলেন চিকিৎসকরা? We Want Justice ব্যানারের সামনে চটুল গানে নাচছে স্বল্পবসনা নারী, শেয়ার শ্রীলেখার ময়দানে আপাতত গাছ কাটতে পারবে না RVNL, বলল সুপ্রিম কোর্ট, বন্ধ থাকবে মেট্রোর কাজ? 'লাইনে ভক্তের অপেক্ষা,আর VIP-রা সেলফি তুলছেন,লালবাগচা রাজা দর্শনে কেন এই বৈষম্য' সঞ্জয় রায়ের নারকো অ্যানালিসিস পরীক্ষা করাতে চায় CBI, আদালতে জমা পড়ল আবেদন পরপর ২ দিন দাম বাড়ার পর আজ কমল সোনার মূল্য, কলকাতায় হলুদ ধাতুর রেট কত? বাড়িতে থেকেই আরজি কর নিয়ে অভিনব প্রতিবাদ আদৃত-কৌশাম্বির, ভিডিয়ো দিল প্যানপেজ খুনি ডাক্তারের শাস্তি চাই, সন্ধের পর পথে নেমে স্লোগান তুললেন কল্যাণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.