মহিলাদের অশ্লীল ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার অভিযোগ উঠল এক বিএসএনএল কর্মীর বিরুদ্ধে। এর বিরুদ্ধে প্রতিবাদ করায় আক্রান্ত স্থানীয় এক তৃণমূল নেতা। ধারালো অস্ত্র দিয়ে হাতের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের হেলান এলাকায়। উত্তর প্রদেশের বাসিন্দা রাজেশ গুপ্তা স্ত্রী সুমনকে সঙ্গে নিয়ে খানাকুলে থাকেন। স্থানীয় মহিলাদের গোপনে ভিডিও তোলার অভ্যাস রাজেশের অনেকদিনের বলে অভিযোগ উঠেছে। এর আগে অনেকের ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা জানতে পেরে স্থানীয় মহিলার রামমোহন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান টগরি দাসের স্বামী অরূপ দাসকে নালিশ করেন। অভিযোগ পাওয়ার পরই রাজেশকে সতর্ক করতে যান অরূপবাবু। এরপরই অরূপবাবুর ওপর পাল্টা হামলা চালায় রাজেশ। ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করেন তিনি।
গুরুতর জখম অবস্থায় অরূপবাবুকে খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয় অরূপবাবুকে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত রাজেশকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। উত্তেজিত জনতা রাজেশের বাড়ি ভাঙচুর চালায়। পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, সেজন্য ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।