বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ফের জলপাইগুড়িতে টিকাকরণ শুরু,হকাররা পাবেন টিকা

ফের জলপাইগুড়িতে টিকাকরণ শুরু,হকাররা পাবেন টিকা

জলপাইগুড়িতে ফের শুরু টিকাকরণের কাজ (প্রতীকী ছবি)

নথিভুক্ত কিছু হকারকে স্লিপ দেওয়া হয়েছে ধূপগুড়ি পুরসভা থেকে।

মাঝে কিছুদিন টিকাকরণ বন্ধ ছিল জলপাইগুড়িতে। শুক্রবার থেকে ফের শুরু হয়েছে এই টিকা দেওয়ার কাজ। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে প্রথম পর্যায়ে টিকাকরণ শুরু হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে টিকার প্রথম ডোজটি সাংবাদিক ও হকাররা পাবেন। করোনা যোদ্ধা হিসাবে তাঁদেরকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেই মতো তালিকা তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে।

ধুপগুড়ি পুরসভা থেকে নথিভুক্ত হকারদের একটি করে স্লিপ দেওয়া হয়েছে। তারই ভিত্তিতে টিকা পাওয়া যাবে।বৃহস্পতিবার নথিভুক্ত ৫১জন হকারের হাতে এই স্লিপ তুলে দেওয়া হয়। তাঁরা সকলেই টিকার প্রথম ডোজ নিয়েছেন। পুরসভার আধিকারিকরাও এই টিকা প্রদানের কাজে তদারকি করছেন। পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংহ টিকা প্রদানের কাজ যাতে কোনও বিঘ্ন না ঘটে সেব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে হকারদের টিকা দেওয়া হচ্ছে। তবে সরকারি ঘোষণা মোতাবেক প্রথম সারির করোনাযোদ্ধা হিসাবে হকার, বাস কর্মচারী ও সাংবাদিকদের টিকা দেওয়ার কথা। এদিকে প্রশাসন ও স্বাস্থ্যদফতর সূত্রে খবর, নানা কারণে মাঝের কয়েকদিন টিকাকরণের কাজে সাময়িকভাবে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। তবে টিকার যোগান ঠিকঠাক থাকলে কোথাও কোনও সমস্য়া হওয়ার কথা নয়। 

বন্ধ করুন