লোকসভা নির্বাচনের প্রাক্কালে অমৃত ভারত প্রকল্পে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের অধীনে থাকা স্টেশনগুলির উন্নয়নের কাজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই স্টেশনগুলির মধ্যে বাংলাও পাবে বেশ কয়েকটি পাবে বাংলাও। আর তাই এখন তৎপর রেল। এই অনুষ্ঠানে যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য চলতি কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেল। আজ, শনিবার থেকে এই কাজ বন্ধ থাকবে সোমবার পর্যন্ত। আর উদ্বোধন ও শিলান্যাস হয়ে যাওয়ার পর আবার স্বাভাবিকভাবেই কাজকর্ম শুরু হয়ে যাবে।
এদিকে আগামী সোমবার ভার্চুয়ালি স্টেশনের উন্নয়ন এবং সাবওয়ের শিল্যান্যাস করবেন প্রধানমন্ত্রী। আসানসোল ডিভিশনের সিনিয়র ডিভিশন্যাল সিগন্যাল টেলিকম ইঞ্জিনিয়ার শিবপ্রকাশ যাদব লিখিতভাবে জানান, মাটির মধ্যে যেসব কাজকর্ম চলছে সেসব পুরোপুরি বন্ধ রাখতে হবে। খোঁড়াখুঁড়ির জেরে বিঘ্ন ঘটতে পারে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। আসানসোলের সাতটি স্টেশন ডুমকা, বাসুকীনাথ, দেওঘর, শঙ্করপুর, বিদ্যাসাগর, জামতাড়া, পানাগড় স্টেশনের উন্নয়নের শিলান্যাসের উদ্বোধন করা হবে। আর ১১টি সাবওয়ের শিলান্যাসেরও উদ্বোধন করা হবে।
আরও পড়ুন: ‘আধার না ফিরে না পেলে কী করতেন? ’ বিজেপিকে ভোট দিতে হুমকি বিধায়ক অসীমের
অন্যদিকে ডানকুনি ও বর্ধমানের কিছু নতুন প্রকল্পের শিলান্যাসেরও কথা আছে। ওই দিন দক্ষিণ–পূর্ব রেলের ৪৬টি স্টেশন এবং ১০৮টি রোড ওভারব্রিজ ও আন্ডারপাসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে ২২টি স্টেশন বাংলার মধ্যে আছে। উন্নয়নের জন্য ব্যয় হবে ৫৯৭.১৫ কোটি টাকা। স্টেশনগুলির মধ্যে রয়েছে— আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, খড়গপুর, মেচেদা, উলুবেড়িয়া, আন্দুল, পাঁশকুড়া , দিঘা, হলদিয়া-সহ একাধিক স্টেশন। জয়রামবাটি মাতৃমন্দিরের আদলে গড়ে উঠবে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। আগামী ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রস্তাবিত এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন। শনিবার বিষ্ণুপুর লোকসভার সাংসদ তার নিজ ফেসবুক পেজে প্রস্তাবিত মডেল রেল স্টেশনের ছবি প্রকাশ করেন।
এছাড়া মার্চ মাসে বাংলা থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদী। বারাসতের আগে প্রধানমন্ত্রী আরামবাগে সভা করবেন। বিজেপি সূত্রে খবর, ১ মার্চ নরেন্দ্র মোদী আসছেন আরামবাগে। সেখানে সভা করবেন। এই কেন্দ্র এখন তৃণমূল কংগ্রেসের দখলে। আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। তার পাশের কেন্দ্র, হুগলি বিজেপির। লকেট চট্টোপাধ্যায় সাংসদ। আরামবাগের পর ২ মার্চ কৃষ্ণনগরে সভা করতে পারেন মোদী। আর ৬ তারিখ বারাসতে সভা। তাই এক সপ্তাহে তিনবার বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী। আর রাজ্যে রেল স্টেশনগুলির মানোন্নয়নে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে ৫৬ কোটি টাকা খরচ হবে শ্রীরামকৃষ্ণ–সারদা মায়ের পদধূলি ধন্য বিষ্ণুপুর স্টেশনে। জয়রামবাটি মাতৃমন্দিরের আদলে মডেল স্টেশন তৈরির পাশাপাশি ওন্দা, সোনামুখী স্টেশনের মানোন্নয়নের কাজও হবে।