অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা রুখতে দায়ের FIR-এ বয়ান বদল করলেন অভিযোগকারী শিবঠাকুর মণ্ডল। বৃহস্পতিবার তিনি বলেন, চলতি বছরের মে মাস নয়, ২০২১ সালের ভোটের আগে তাঁকে প্রাণনাশের চেষ্টা করেছিলেন অনুব্রত মণ্ডল। সঙ্গে তাঁর বিরুদ্ধে অভিযোগকারী দীপক মণ্ডলের সঙ্গে কোনও আত্মীয়তা অস্বীকার করেছেন তিনি।
সময় যত গড়াচ্ছে অনুব্রতর বিরুদ্ধে দেয়ার FIR-এ বেরোচ্ছে তত অসঙ্গতি। এদিন শিবঠাকুর মণ্ডল দাবি করেন, ২০২২ সালের মে মাসে তাঁর ওপর অনুব্রত হামলা চালিয়েছেন বলে যে অভিযোগ করেছেন তা ঠিক নয়। অভিযোগ পত্র লেখার সময় হাত কাঁপছিল। তাই ভুল হয়ে গিয়েছে। আমার ওপর আক্রমণ হয়েছিল ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে। এর পরই তিনি দাবি করেন, থানায় তিনি গিয়েছিলেন শুধুমাত্র সই করতে। প্রশ্ন হল তাহলে কোনটা সত্যি? অভিযোগপত্র তিনি নিজে হাতে লিখেছেন না আগে থেকে লেখা কোনও অভিযোগপত্রে মাত্র সই করেছেন তিনি।
তাঁর প্রতিবেশী দীপক মণ্ডলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলে, উনি একটা পাগল। ওনার সঙ্গে আমার কোনও আত্মীয়তা নেই। উনি আমার থেকে ৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। তার মধ্যে দেড় লক্ষ টাকা শোধ করেছেন। বাকি টাকা এখনো দেননি। বলে রাখি, বুধবার শিবঠাকুরের প্রতিবেশী দীপক মণ্ডল দাবি করেন, মোটা টাকার বিনিময়ে অনুব্রতর বিরুদ্ধে FIR করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান।
এদিন মলয় মুখোপাধ্যায়ের মন্তব্য নিয়েও মুখ খুলেছেন শিবঠাকুর। তিনি বলেন, উনি হয়তো মুখ ফসকে বলে ফেলেছেন। ওনার দাবি সত্য নয়। বুধবার সাঁইথিয়ায় দলের জেলা সহ সভাপতি তথা অনুব্রত মণ্ডলের আইনজীবী মলয় মুখোপাধ্যায় বলেন, অনুব্রতকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে রেখেছে ইডি - সিবিআই। তাঁকে যাতে দিল্লি না নিয়ে যেতে পারে সেই চেষ্টা আমরা করবই তো।