নামের মতোই যেন OTT এর দুনিয়ায় জ্বলজ্বল করছে সঞ্জয় লীলা বানসালির হীরামান্ডি। তাঁর এই সিরিজে রয়েছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, প্রমুখ। এছাড়া রয়েছেন শেখর সুমন, ফারদিন খান। মুক্তি পাওয়ার পর মাত্র কদিন কেটেছে। এরই মধ্যে এই সিরিজ একটি দুর্দান্ত সাফল্য ছুঁয়ে ফেলল। নেটফ্লিক্সের সবথেকে বেশিবার দেখা সিরিজের তকমা পেল হীরামান্ডি।
হীরামান্ডি প্রসঙ্গে
হীরামান্ডি সিরিজটি গত ১ মে মুক্তি পেয়েছে। আর মুক্তির প্রথম সপ্তাহেই ভিউজের নিরিখে নেটফ্লিক্সে এটা ভারতের সবথেকে বেশিবার দেখা সিরিজের খেতাব পেল। মাত্র কয়েকদিনে এত ভিউজ পাওয়া মুখের কথা নয়। ফলে বোঝাই যাচ্ছে এই সিরিজ যতই মিশ্র প্রতিক্রিয়া পাক না কেন, আদতে দর্শকরা কিন্তু রীতিমত বুঁদ হয়ে আছেন এই গল্পে।
প্রসঙ্গত হীরামান্ডি সিরিজটি সঞ্জয় লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ। যদিও আগে এই সিরিজটি ছবি হিসেবে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরে সেটিকে সিরিজ হিসেবে নিয়ে আসা হয়।
৪৩ টি দেশের মধ্যে এই সিরিজটি টপ ১০ সিরিজের মধ্যে আছে। অইংরেজি ছবি বা সিরিজের ক্ষেত্রে রয়েছে দ্বিতীয় স্থানে। এই সিরিজটি এর মধ্যেই ৪.৫ মিলিয়ন ভিউজ পেয়েছে। ৩৩ মিলিয়ন ঘণ্টা দেখা হয়েছে এই সিরিজটি।
হীরামান্ডি প্রসঙ্গে সঞ্জয় লীলা বানসালি জানিয়েছেন, 'হীরামান্ডি আমাদের পরিশ্রমের ফসল। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা এই সিরিজের জন্য দিনরাত এক করে খেটেছেন। আমি আমার প্রথম সিরিজের জন্য নেটফ্লিক্সের সঙ্গে হাত মেলাতে পেরে খুশি। দর্শকদের থেকে যে ভালোবাসা পাচ্ছি সেটার জন্য আমি ভীষণই খুশি।'