উত্তর ২৪ পরগনার বসিরহাটে জাল নোটসহ এক ভুয়ো সাংবাদিককে ধরল পুলিশ। রবিবার বসিরহাটের কামারডাঙা মোড় থেকে গৌতম বসু নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে ৫টি জাল ২ হাজার টাকার নোট উদ্ধার হয়েছে। ধৃত বড় কোনও জালনোট পাচারচক্রে যুক্ত থাকতে পারেন বলে অনুমান পুলিশের।
পুলিশসূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে গৌতম বসু নামে এই ব্যক্তির বিরুদ্ধে জালনোট কারবারে যুক্ত থাকার খবর আসছিল থানায়। নিজেকে সাংবাদিক বলে দাবি করতেন এই ব্যক্তি। গাড়িতে লাগানো ছিল ‘PRESS’ স্টিকার। সংবাদমাধ্যমের জাল পরিচপত্রও বানিয়ে ফেলেছিলেন তিনি। রবিবার কামারডাঙা মোড়ে তল্লাশি চালিয়ে গৌতম বসুর গাড়ি থেকে উদ্ধার হয় ৫টি জাল ২০০০ টাকার নোট। সঙ্গে প্রচুর টাকার মাপে কাটা কাগজ। এছাড়া সংবাদমাধ্যমের ভুয়ো পরিচয়পত্রটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
গোয়েন্দাদের অনুমান, সীমান্ত এলাকায় জাল নোটের কারবার চালাতেন গৌতমবাবু। তবে জাল নোট তিনি সীমান্তের ওপার থেকে আমদানি করতেন না নিজেই ছাপাতেন তা তদন্ত করে দেখছে পুলিশ। এই চক্রে আর কারা যুক্ত তাও জানার চেষ্টা চালাচ্ছে তারা।
সোমবার ধৃতকে বসিরহাট আদালতে পেশ করা হয়, সাংবাদিদের অভিযুক্ত জানায় সে উত্তর ২৪ পরগনার হৃদয়পুরের বাসিন্দা। জাল নোটের সঙ্গে তাঁর কোনও যোগ নেই।