এবার উত্তরবঙ্গে একাধিক প্রশাসনিক বৈঠকে নারী সুরক্ষার উপর জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য বিশেষ বাহিনী গঠন করার ব্যাপারে পরামর্শ দেন তিনি। এদিকে গত পুজোর সময় ইভটিজিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও নারী সুরক্ষার নিরিখে বিশেষ বাহিনী গড়েছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। তার ফলও মিলেছে হাতেনাতে। পরিসংখ্যান বলছে মহিলা পুলিশের বিশেষ বাহিনীর জেরে প্রকাশ্য রাস্তায় ইভটিজিংয়ের সাহস দেখাতে পারেননি অনেকেই। তবে এবার নারী সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের। তৈরি করা হচ্ছে বাঘিনী-১ বাহিনী। এই বাহিনীর মাধ্যমে মহিলাদের আত্মরক্ষার কৌশল শেখানো হবে। ১৭ বছরের বেশি বয়সী নারীদের এই প্রকল্পের মাধ্যমে আত্মরক্ষার পাঠ দেওয়া হবে।
ঠিক কী হবে শিলিগুড়ির এই বিশেষ প্রকল্পের মাধ্যমে? পুলিশ সূত্রে খবর. নারী সুরক্ষার উপর বিশেষভাবে জোর দেওয়া হবে। আত্মরক্ষার কৌশল শেখানো হবে।। আইনি সচেতনতার পাঠও দেওয়া হবে । এই বাঘিনীর মাধ্যমে আপাতত ১০০জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হয়েছে। শনিবার শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা এই বাহিনীর সূচনা করেন। পুলিশের দাবি, বাঘিনী-১ এর মাধ্যমে নারী শক্তিকে জাগরিত করা হবে।