বাংলা নিউজ > ক্রিকেট > DC vs MI, IPL 2024: ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত

DC vs MI, IPL 2024: ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত

২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত। ছবি: এএনআই

Delhi Capitals vs Mumbai Indians: দিল্লি নিজেদের ঘরের মাঠে হাই স্কোরিং ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ১০ রানে হারিয়ে ঢুকে পড়ল প্লে-অফের লড়াইয়ে। আর এই ম্যাচের পরেই পন্ত ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে মুখ খুলেছেন।

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত এবার সেই সহ প্লেয়ারদের তালিকায় যোগ দিয়েছেন, যাঁরা ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার দিল্লি নিজেদের ঘরের মাঠে হাই স্কোরিং ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ১০ রানে হারিয়ে ঢুকে পড়ল প্লে-অফের লড়াইয়ে। আর এই ম্যাচের পরেই পন্ত ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে মুখ খুলেছেন।

ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে উদ্বেগ

ম্যাচের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পন্ত বলেন, ‘আমরা ২৫০ রানের গণ্ডি টপকাতে পেরে খুব খুশি হয়েছিলাম। কিন্তু ইমপ্য়াক্ট প্লেয়ারের নিয়মের কারণে এমন স্কোর ডিফেন্ড করাও কঠিন হয়ে পড়ছে।’

আরও পড়ুন: মুম্বই বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক, কিন্তু কার উপর?- ভিডিয়ো

ভারত অধিনায়ক রোহিত শর্মা, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ সহ বেশ কয়েক জন প্রাক্তন খেলোয়াড়ও এই নিয়মের সমালোচনা করেছেন। ২০২৩ সালে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মটি চালু হয়। এই নিয়মে দলগুলি ইনিংস ব্রেকে একজন করে প্লেয়ার পরিবর্তন করার সুযোগ পায়। তবে এই নিয়ম নিয়ে এখন তীব্র বিতর্ক শুরু হয়েছে।

ম্যাকগার্কে মুগ্ধতা

২৭ বলে ৮৪ রানের বিস্ফোরক ইনিংসের জন্য জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পন্ত। তিনি বলেন, ‘ও প্রথম দিন থেকেই অসাধারণ পারফর্ম করছে এবং একজন তরুণ খেলোয়াড়ের কাছ থেকে এটাই চায় সকলে। প্রতি ম্যাচে ও আরও ভালো পারফরম্যান্স করছে।’

আরও পড়ুন: ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত, ভাইরাল হল সেই ভিডিয়ো

প্লে-অফে ওঠার সম্ভাবনা

প্লে-অফে পৌঁছানোর সম্ভাবনা সম্পর্কে কথা বলতে গিয়ে দিল্লিj অধিনায়ক বলেন, ‘প্লেঅফে পৌঁছানোর সম্ভাবনা দিন দিন বাড়ছে, কিন্তু আমরা এটা নিয়ে আপাতত ভাবছিনা। প্রতিটা খেলা ধরে এগোচ্ছি।’

ম্যাচের ফল

এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠানোটাই কি বুমেরাং হয়ে গেল? এদিন দিল্লির হয়ে ওপেন করতে নেমে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক মুম্বইয়ের কোনও বোলারকে ছাতু করতে বাদ দেননি। এমনকী জসপ্রীত বুমরাহকেও মাঠের বাইরে পাঠাতে পিছপা হননি। তাঁর ঝোড়ো ব্যাটিংয়েই পাওয়ার প্লে-তে ৯২ রান করে ফেলে দিল্লি। যেটি তাদের প্রথম ছয় ওভারে সর্বোচ্চ রান।

আরও পড়ুন: ফ্রেজার ঝড়ে পাওয়ার প্লে-তে নজির, সঙ্গে IPL-এর ইতিহাসে নিজেদের সর্বোচ্চ স্কোর দিল্লির, ভাঙল ১৩ বছর আগের রেকর্ড

তবে এদিন প্রায় নিশ্চিত শতরান হাতছাড়া করেন ম্যাকগার্ক। ২৭ বলে ঝোড়ো ৮৪ করে তিনি আউট হয়ে যান। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার এবং ছ'টি ছক্কায়। স্ট্রাইক রেট ৩১১.১১। আর এক ওপেনার অভিষেক পোড়েল করেন ২৭ বলে ৩৬ রান, ১৭ বলে ৪১ রান করেন শাই হোপ, ১৯ বলে ২৯ করেন ঋষভ পন্ত। এছাড়া পাঁচে ব্যাট করতে নেমে ২৫ বলে ৪৮ রানের অনবদ্য ইনিংস খেলেন ত্রিস্তান স্টাবস। তাঁর হাত ধরেই সাড়ে তিনশোর গণ্ডি পার করে দিল্লি। ৬ বলে ১১ করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। নির্দিষ্ট ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২৫৭ রান করে দিল্লি। এটি আইপিএলে তাদের নিজেদের সর্বোচ্চ স্কোর।

রান তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি মুম্বইয়ের। রোহিত শর্মা (৮ বলে ৮), ইশান কিষান (১৪ বলে ২০) এবং সূর্যকুমার যাদব (১৩ বলে ২৬) দ্রুত সাজঘরে ফেরেন। ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। চতুর্থ উইকেটের জুটিতে পরিস্থিতি কিছুটা সামাল দেন তিলক বর্মা এবং হার্দিক। মুম্বই অধিনায়ক ৪টি চার এবং ৩টি ছক্কা সৌজন্যে করেন ২৪ বলে ৪৬। জুটিতে ওঠে ৭১ রান। এর পর নেহাল ওয়াধেরাও (৪) নিরাশ করেন।

তবে টিম ডেভিড দলের হাল ধরার চেষ্টা করেন। তিনি করেন ১৭ বলে ৩৭ রান। ২টি চার এবং ৩টি ছক্কা হাঁকান ডেভিড। মহম্মদ নবি করেন ৪ বলে ৭ রান। শেষ ওভার রান আউট হন তিলক বর্মা। তবে তিলকের ৩২ বলে ৬৩ রানই মুম্বইয়ের সবচেয়ে বড় অক্সিজেন ছিল। তাঁর ইনিংসে ছিল ৪টি করে চার এবং ছক্কা। তবে তিলক আউট হতেই মুম্বইয়ের জয়ের আশা শেষ হয়ে যায়। পিযূষ চাওলা করেন ৪ বলে ১০। লুক উড অপরাজিত থাকেন ৩ বলে ৯ রানে। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেটে ২৪৭ করে মুম্বই। ১০ রানে তারা ম্যাচটি হেরে যায়।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

‘পড়াশোনার বদলে…’, দক্ষিণ কলকাতার কোন স্কুলে কী চলে? ফাঁস সোশ্যাল মিডিয়ায় হীরামান্ডির জন্য ৬০-৭০ কোটি টাকা নিয়েছেন সঞ্জয়! সোনাক্ষী সহ বাকিরা কে কত পেলেন শততম ইনিংসে ‘১০০তম’ শতরান, IPL-এর ইতিহাসে চিরস্থায়ী মাইলস্টোন শুভমন গিলের মগরা-বাঁশবেড়িয়ায় আয়কর হানা, একাধিক ব্যবসায়ীর বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, ভরতপুরের তৃণমূল বিধায়ককে শোকজ কমিশনের মায়ের প্রচার গাড়ির চালকের আসনে শিবেন্দ্র, ছেলেকে পেয়ে আত্মবিশ্বাসে ডগমগ জুন ডুয়ার্সে শ্যুটিংয়ে গিয়ে ভূতের কবলে ইশা! বললেন, 'অদ্ভুত সব অভিজ্ঞতা হয়েছে...' নতুন প্রজন্মকে নিয়ে খুব চিন্তা বুদ্ধদেব ভট্টাচার্যের! আশীর্বাদ নিতে গেলেন সায়রা মাও-ডেরায় ফোর্সের অভিযান! রুদ্ধশ্বাস গুলির লড়াই, ছত্তিশগড়ে নিহত ১২ মাওবাদী CSK-র বিরুদ্ধে মারকাটারি সেঞ্চুরির পথে সচিনের বিরাট রেকর্ড ভাঙলেন সাই সুদর্শন

Latest IPL News

T20 World Cup খেলতে কবে দেশ ছাড়বেন কোহলিরা, জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ টানা দশ বছর ধরে IPL-এ ব্যর্থ, হতাশাজনক পারফরমেন্সে রেকর্ড পঞ্জাব কিংসের GT-র বিরুদ্ধে মাঠে নামার আগে IPL 2023 Final-এর স্মৃতি ফেরালেন রবীন্দ্র জাদেজা আমি জানি আমায় আরও রিস্ক নিতে হবে- স্পিনারদের বিরুদ্ধে কোহলির নতুন কৌশলটা কী? সানরাইজার্সের সঙ্গে সম্পর্ক ভালো নয়, তবু পুরোনো দলকে প্লে অফের দৌড়ে রাখছেন লারা বেশি চাপ দিলে ধোনি টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে… হঠাৎ কেন একথা বললেন ফ্লেমিং? পরের IPL-এ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে BCCI, ইঙ্গিত জয় শাহর IPL 2024-বাবা বারণ করেছেন! তাই উইকেট নিয়ে উচ্ছাস দেখান না, রহস্য ফাঁস নারিনের IPL 2024- ‘বিরাট মাঠে নামলেই সবাইকে দেখিয়ে দেবে,ও ঠিক কি’! হঠাৎ কেন বললেন শামি ধোনির স্তুতি! মাহির জন্য কবিতা লিখে গান গাইলেন Gangs of Wasseypur-এর এই অভিনেতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.